নিজস্ব সংবাদদাতা, উত্তর পরগনা : রাজ্য সরকারের নির্দেশিকা অনুসারে দুর্গাপুজোর আগে থেকেই চলছে নিষিদ্ধ শব্দবাজির বিরূদ্ধে অভিযান। সেই মোতাবেক বারাসাত পুলিশ জেলার গোবরডাঙ্গা থানা অভিযান চালিয়ে উদ্ধার করেছে ১০০ কেজিরও বেশি নিষিদ্ধ শব্দবাজি। যার আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা। এছাড়া গতকাল রাতে নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করার অপরাধে গোবরডাঙ্গা থানার হায়দাদপুর থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে শুক্রবার বারাসাত আদালতে তোলা হয়েছে। অভিযান চালানোর পাশাপাশি জনসচেতনতার প্রচারও চালানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। মহামান্য আদালতের নির্দেশ মেনেই বাজেয়াপ্ত নিষিদ্ধ শব্দবাজি গুলোকে নিষ্ক্রিয় করা হবে।
গোবরডাঙ্গা পুলিশ প্রশাসনের তরফ সকল নাগরিকের উদ্দেশ্যে সবুজ বাজি ব্যবহার করার আবেদন জানান। বাজার থেকে সবুজ আতশবাজি কেনা এবং তা অবশ্যই কিউআর কোড যুক্ত হওয়া উচিত। এই কোড দেখেই বাজি বিক্রেতার কাছ থেকে বাজি কেনার পরামর্শ দেয়া হয়।