আজ থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। Weather change
নিউজ ডেস্ক, নিউজ দিগন্ত বার্তা: একদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। অন্যদিকে, ঘনাচ্ছে নিম্নচাপ। এই দুইয়ের মিলিত প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বৃহস্পতিবার থেকে তুমুল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাই আজ ভিজবে।কোথাও ভারী আর কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হবে। আজ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এবং বাঁকুড়ায়। এই সব জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই ৬ জেলা ছাড়া কলকাতা সহ বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শুক্রবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে। আর এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি ও বীরভূমে।
অন্যদিকে আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিছু কিছু জেলায়। শুক্রবার থেকে রবিবারের মধ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও দার্জিলিংয়ের কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আজ সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও কোথাও ঝির ঝির বৃষ্টি শুরু হয়েছে।