Saturday, April 19, 2025
Ad

Weather Update: রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা, কি বলছে আবহাওয়া দপ্তর?

Must read

আবহাওয়া সংবাদ: কবে থেকে বাড়বে গরম?

নিউজ ডেস্ক, News দিগন্ত বার্তা: বৃহস্পতিবার উপকূলের জেলায় সকালে কুয়াশা। দক্ষিণবঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।
উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা। উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের পূর্বাভাস।
দক্ষিণবঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।
উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা। হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায়।
বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা।
শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলে অনুমান। শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়।

সাত দিনের আবহাওয়া পূর্বাভাস।

দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা উপকূলের জেলায়। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। এরপর ক্রমশ তাপমাত্রা বাড়বে। চলতি মাসের শেষে মার্চ মাসের শুরুতেই ৩/৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা দুটোই বাড়বে। মার্চের মাঝামাঝি থেকেই রীতিমতো গরম অনুভূত হবে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। বরং সপ্তাহান্তে তাপমাত্রা বাড়তে পারে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article