Monday, October 20, 2025
Ad

নতুন করে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, কয়েক মিনিটে তছনছ এলাকা।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

ভেঙে পড়েছে গাছ উড়েছে ঘরের চাল।

সাইফ হোসেন, কুলপি: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল, মঙ্গলবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও ছিল। মঙ্গলবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে আংশিক প্রভাব পড়েছে ঘূর্ণাবর্তের ফলে। আবহবিদরা জানিয়েছেন, এই ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বঙ্গে নেই। তবে দিনের বেলা আকাশ থাকবে আংশিক মেঘলা। নতুন করে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। দক্ষিণ ২৪ পরগনা জুড়ে হালকা-মাঝারি বৃষ্টি। উপকূল এলাকায় ঝোড়ো হাওয়া, টানা বৃষ্টির সম্ভাবনা। গভীর নিম্নচাপের জের।

বৃষ্টি-শিলাবৃষ্টি, দমকা হাওয়া। উপড়ে গেল একের পর এক গাছ, উড়ে গেল বাড়ির চাল। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক কাঁচা বাড়ি। মঙ্গলবার কুলপির গাজীপুর অঞ্চলে কার্যত ধ্বংসলীলা চালায় ক্ষণিকের এই ঝড়। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজীপুর এলাকার একাংশ। তাতে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন অনেকই। পঞ্চায়েত প্রধান শাহানুর বিবি মোল্লা বলেন, কয়েক মিনিটের ঝড়ে তছনছ হয়ে গেল এলাকা। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন আমাদের পঞ্চায়েত প্রতিনিধিরা। এই ঝড়ে যাদের ক্ষতি হয়েছে তাদের সব রকম ভাবে সহযোগিতা করছে আমাদের গ্রাম পঞ্চায়েত।

কুলপি সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ গুপ্তা জানান, লোকাল টর্নেডোর ফলে গাজীপুর এলাকায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে শুনেছি। ক্ষতিগ্রস্তদের প্রাথমিক সহযোগিতা করার কথা বলেছি গ্রাম পঞ্চায়েত কে। পরবর্তীতে তদন্ত করে ঊর্ধ্বধন কর্তৃপক্ষের নজরে আনা হবে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article