নভেম্বরের শুরু থেকেই শুষ্ক আবহাওয়া প্রভাব রাজ্যে।
নিজস্ব সংবাদদাতা, আলিপুর: আগামী কয়েকদিন অর্থাৎ, কালীপুজোর সময় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বায়ুমণ্ডলের উপরিস্তরে শীতল বায়ুর মেঘ তৈরি হয়ে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ভারী বা অতিভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প রয়েছে৷ সেই কারণে, বৃষ্টি থেকে এখনই মুক্তি নেই বঙ্গবাসীর।
আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানালেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা কোন কোন জেলার দু এক জায়গায়। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা আগামী ৪৮ ঘণ্টায়। তারপরেও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে হালকা বৃষ্টি সম্ভাবনা থাকবে।কালীপুজোর দিন কিছু জেলার দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি সামান্য সময়ের জন্য হতে পারে। হালকা বৃষ্টি দু এক জায়গায় হবার সম্ভাবনা কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলাতে। কালী পুজোর দিন হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ উত্তরের পাঁচ জেলাতে।
ভাই ফোঁটার দিন রবিবার বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। তবে, দার্জিলিং সহ ওপরের দিকের পাঁচ জেলাতে সামান্য বৃষ্টির সম্ভাবনারয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের বাকি কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে না। নভেম্বরের শুরু থেকেই শুষ্ক আবহাওয়া প্রভাব পড়বে রাজ্যে। তাপমাত্রা ক্রমশ কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমতে থাকবে। বৃষ্টির সম্ভাবনা কার্যত থাকবে না।