Saturday, October 18, 2025
Ad

বন‍্যা বিদ্ধস্ত এলাকায় ত্রান বন্টন গ্রামীন পুলিশের।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: বন্যা কবলিত এলাকায় ত্রানবন্টন করা হল হুগলি গ্রামীন পুলিশের পক্ষ থেকে। জলমগ্ন বিভিন্ন এলাকা পরিদর্শন করেন হুগলি গ্রামীণ পুলিশ আধিকারিক গন। খানাকুল থানার রামচন্দ্রপুর, কুশলী , রাজহাটির এলাকার নিচের দিকে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় নৌকা করে ত্রান নিয়ে পৌছালো হুগলী গ্রামীণ পুলিশ। উপস্থিত ছিলেন হুগলি গ্রামীন পুলিশ সুপার কামনাশিষ সেন, আরামবাগ এস ডি পি ও সুপ্রভাত চক্রবর্ত্তী, আরামবাগ আই সি, খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান, এবং খানাকুল থানার বিভিন্ন অফিসাররা । বিভিন্ন স্কুলে গিয়ে বন্যায় আটকে থাকা মানুষদের পাশে গিয়ে দাঁড়ান পুলিশ আধিকারিকরা। পুলিশ সুপার কামনাশিষ সেনকে এই অসময়ে কাছে পেয়ে মানুষ অনেক নিশ্চিন্ত হওয়ার সাথে সাথে খানাকুল থানার ওসির ভূমিকা নিয়েও প্রশংসা করে। বন্যায় আটকে থাকা মানুষজন ত্রিণ পেয়ে প্রশংসা করেছে হুগলি গ্রামীন পুলিশের । পুলিশের পক্ষ থেকে প্রতিদিন এই ত্রান দেওয়া হবে বলে জানিয়েছে।

পুলিশ সুপার কামনাশিষ সেন জানিয়েছেন, যে তারা বিভিন্ন এলাকায় ক্যাম্প করবে এবং সেই ক্যাম্পে বন্যায় দূর্গতদের জন্য খাবার তৈরি করে পৌছে দেবেন বন‍্যা কবলিত প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রশাসন বন‍্যা বিদ্ধস্ত মানুষের সাথে আছেন বলেও আশ্বস্ত করেছেন পুলিশ সুপার। পুলিশের এই মানবিক দিক নিয়ে প্রশংসিত খানাকুলের বানভাসি মানুষ।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article