আজকের আবহাওয়া weather update
নিউজ ডেস্ক, নিউজ দিগন্ত বার্তা: দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েই চলেছে। এখনই দক্ষিণবঙ্গ বৃষ্টি থেকে মুক্তি পাচ্ছে না। এবার বৃষ্টি দক্ষিণবঙ্গ থেকে এগিয়ে চলেছে উত্তরবঙ্গের দিকে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ প্রতি কিমি বেগে ঝোড়ো হওয়া বইতে পারে। আজ অধিক বৃষ্টির সম্ভাবনা দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এবং দুই ২৪ পরগনায়। সোম ও মঙ্গলবারও বৃষ্টি চলবে। একাধিক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বৃষ্টি বাড়বে। বুধে ভারী বর্ষণ হতে পারে উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলায়।
এরপর বৃহস্পতিবার ফের গোটা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ৭ অগস্ট বৃহস্পতিবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদের কোথাও কোথাও। দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমলে তাপমাত্রা কিছুটা বাড়বে। বাড়বে ভ্যাপসা গরম। আইএমডি জানিয়েছে, এ বছর বর্ষা লম্বা চলবে। বর্ষার দ্বিতীয়ার্ধে অর্থাৎ অগাস্ট-সেপ্টেম্বরে চলতি বছরে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হতে পারে গোটা দেশেই। অন্যদিকে সোমবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ঝড় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। ভারী বৃষ্টি হবে মালদা ও দুই দিনাজপুরে। বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। আগামী ৮ তারিখ পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, কালিম্পঙ সহ অধিকাংশ জেলায় দুর্যোগ চলবে।