জ্যোতির্ময় ভৌমিক, আসাম: স্বামিরুপি প্রতারক ভাইরাল করলো স্ত্রীর গোপন ছবি সোশ্যাল মিডিয়ায়। এখানে থেমে থাকে নি আরো আছে কাহিনী। নিজের স্বামীর প্রতারণার বলি হয়ে দিশেহারা স্ত্রী অবশেষে দারস্ত হয়েছেন পুলিশের। ঘটনাটি ঘটেছে গুয়াহাটি মহানগরে। দিসপুর থানায় ভুক্তভোগী স্ত্রী দাখিল করেছেন প্রতারক স্বামীর বিরুদ্ধে এজাহার। জানা গেছে প্রতারক স্বামীর নাম শিবসাগরের রিকু আলী। স্ত্রীর অভিযোগ তার স্বামী দীর্ঘদিন ধরে শারীরিক মানসিক যন্ত্রণা পাশাপাশি নগ্ন ছবি তুলে অন্য যুবকদের প্রেরণ করতো। বেশকিছু ছবি ফেসবুক -ইনস্টাগ্রামে ছড়িয়ে দিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী স্ত্রীর। ইতিমধ্যে ১৫ লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলেও অভিযোগ। অনেক যুবতী মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ তুলেছে শ্রী। রিকু আলীর চরিত্র প্রকাশ্যে আসার পর সে পালিয়ে রয়েছে। দিসপুর পুলিশ স্ত্রীর এজাহারের ভিত্তিতে প্রতারক রিকুয়ালির খোঁজে অভিযান শুরু করেছে বলে জানা গেছে।
ফেসবুক, ইনস্টাগ্রামে স্ত্রীর গোপন ছবি ভাইরাল স্বামীর-থানায় এজাহার স্ত্রীর।

- Advertisement -