Friday, August 29, 2025
Ad

কলেজ ক্যাম্পাসেই বিয়ের আসর, নয়া বিতর্কে কাকদ্বীপ সুন্দরবন মহাবিদ্যালয়।

Must read

সুন্দরবন মহাবিদ্যালয়ের ছবি ভাইরাল হতেই বিতর্ক।

 নিজস্ব প্রতিনিধ, কাকদ্বীপ: দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে সুন্দরবন মহাবিদ্যালয় একটি উজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠান। অথচ ওই কলেজ ক্যাম্পাসের মধ্যেই নাকি বসে বিয়ের আসর। অভিযোগ, কিছুদিন আগেই কলেজ চত্বরে এক বহিরাগতর বিয়ে হয়েছে। যে কলেজের প্রাক্তন ছাত্র নেতা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। যা কাকদ্বীপের বর্তমান জিএস এর সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে।

কিভাবে সামনে এলো ঘটনা? এই বিয়ের ঘটনায় অভিযোগের সরব কলেজেরই এবিভিপি ছাত্রনেতা। যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ সুভঙ্কর চক্রবর্তী জানিয়েছেন, দক্ষিণ দিকের পাঁচিল নিচু সেই পাঁচিল টপকে আসে ছেলেমেয়েরা বিভিন্ন সময়। এরকম ঘটনা ঘটেছে কিনা দেখতে হবে। প্রিন্সিপাল আরো বলেন, তিনি শুনেছিলেন বিয়ে বাইরে হয়েছে। বর বউ কলেজে এসেছিলেন দেখা করতে। শোনার পর স্থানীয় প্রশাসনকে তিনি জানিয়েওছিলেন। কিন্তু তারপর? এবিভিপি নেতা নিপুন দাস বলেন, ইউনিয়ন রুমে গিয়ে বিয়ে এটা কি মানা যায়? ওটা তো শিক্ষা প্রতিষ্ঠান। বাইরে বিয়ে হয়েছে কিনা, সেটা বলা যাবে না। তবে দেখা যাচ্ছে, ইউনিয়ন রুমের সামনে মালাবদল হয়েছে।কলেজের অধ্যক্ষ শুভঙ্কর চক্রবর্তী এই ঘটনার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, যেদিন ঘটনাটা ঘটেছে, আমি তখন কলেজে ছিলাম না। বিকাল পাঁচটার পর জানতে পারি। নিরাপত্তারক্ষীকে সঙ্গে সঙ্গে বলি গিয়ে দেখতে। নিরাপত্তারক্ষী বলেছিলেন, কেউ রয়েছে, বিয়ে করে ঢুকেছে, হুল্লোড় করেছে। ওদের বেরিয়ে যেতে বলেছিলাম। সামনের গেট খুলতে বারণও করেছিলাম। ইতিমধ্যে এই ছবি ভাইরাল হতেই কাকদ্বীপে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তরজা।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article