Sunday, April 20, 2025
Ad

পটাশপুরের হাড় হিম করা ঘটনা।

Must read

স্ত্রীর কাটা মুন্ডু নিয়ে রাস্তায় স্বামী।

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর: পটাশপুর থানা এলাকায় চিস্তিপুর গ্ৰামে এক ব্যক্তি তার জীবিত স্ত্রীর দেহ থেকে মুন্ডু কেটে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে। এই ঘটনায় হতবাক এলাকার মানুষজন।
জানা গিয়েছে ওই ব্যক্তির নাম গৌতম গুছাইত ও মৃত ওই স্ত্রীর নাম ফুলরানী গুছাইত।
কেন হঠাৎ ওই ব্যক্তি তার স্ত্রীর মুন্ডু কেটে সেই মুন্ডু হাতে নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, তা কিন্ত অজানা।কী কারণে এই খুন তা এখনো জানা যায়নি।
এই ঘটনার খবর যায় পটাশপুর থানায়। গোটা ঘটনার তদন্ত করবে পটাশপুর থানার পুলিশ।
এই ঘটনার পর ইতিমধ্যেই এলাকায় এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ও কার্যত এক ভয়াবহ আলোড়ন সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।

সূত্র মারফত জানা গেছে, ভোজালির কোপ মেরে স্ত্রীর ধড় ও মুন্ডু আলাদা করে দেয় স্বামী গৌতম গুচ্ছাইত। স্ত্রীর কাটা মুন্ডু নিয়ে গ্রামের মধ্যে ছুটে বেড়ালো অভিযুক্ত। পটাশপুরের চিস্তিপুর গ্রামের ঘটনার এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এক ঘন্টার চেষ্টায় অভিযুক্তকে কাটা মুন্ডু সহ গ্রেফতার করতে সক্ষম হয় পটাশপুর থানার পুলিশ। প্রতিবেশীদের দাবী কয়েক বছর আগে ওই যুবককে মানসিক ভারসাম্যহীন থাকায় তাঁর চিকিৎসা চলছিল।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article