Sunday, April 20, 2025
Ad

হাসপাতালের ওয়ার্ড থেকে উদ্ধার বিষধর সাপ।

Must read

Snake in the hospital স্বাস্থ্য কেন্দ্রের শৌচালয়ে বিষধর সাপ। 

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: হাসপাতালের ওয়ার্ড থেকে উদ্ধার দুটি বিষধর সাপ। ঘটনাটি হুগলীর চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের। এম এস ২ ওয়ার্ডের বাথরুমের মধ‍্যে থেকে দুটি বিষধর সাপ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে রোগীদের মধ‍্যে আতঙ্ক ছড়ায়। সোমবার একজন রোগী বাথরুমে গিয়ে সাপ দেখে ভয় পেয়ে যান। সাথে সাথে তিনি ওয়ার্ডের কর্তব‍্যরত নার্সদের কথাটা জানান। সেখান থেকে খবর যায় ওয়ার্ড মাষ্টারের কাছে। ওয়ার্ড মাষ্টার খবর দেন সাপ বিশেষজ্ঞ চন্দন ক্লেমিং সিংকে। তিনি খবর পাওয়া মাত্রই হাসপাতালে এসে উপস্থিত হন। এবং এম এস ২ ওয়ার্ডের বাথরুম থেকে সাপ দুটিকে উদ্ধার করে নিয়ে যান। ওয়ার্ডের ভিতরে সাপ উদ্ধারের ঘটনা প্রকাশ‍্যে আসতেই চাঞ্চল‍্য ছড়ায় হাসপাতালে ভর্তি থাকা রোগীর পরিজনদের মধ‍্যেও।

এই বিষয়ে হুগলী জেলার বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, চুঁচুড়া হাসপাতালের পরিসেবার বেহাল দশা। পরিস্কার পরিছন্নতা বলতে কিছু নেই। হাসপাতালের বেহাল দশা নিয়ে সি এম ও এইচ ও সুপারকে ডেপুটেশন দেওয়া হয়েছিল। কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি। রাজ‍্যের স্বাস্থ‍্য পরিকাঠামো একেবারে ভেঙ্গে পরেছে। রোগীর ওয়ার্ডে সাপ উদ্ধার,এটা খুবই দুর্ভাগ্যজনক এবং ভয়ংকর একটা ঘটনা।
হাসপাতালে অসুস্থ মানুষ সুস্থ‍ হতে যায়, সেখানে যদি এক ছোবলে ছবি হওয়ার মত পরিস্থিতি তৈরী হয়, তাহলে তো রোগী সুরক্ষা তথৈবচ। এই ঘটনার তীব্র নিন্দা করে প্রতিবাদ জানিয়েছেন সুরেশ সাউ।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article