Sunday, October 19, 2025
Ad

আজ বছরের শেষ চন্দ্রগ্রহণ – দেখা যাবে কলকাতা থেকেও chandra grahan 2025।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: রাতের আকাশে রবিবার দেখা যাবে বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। গাঢ় লাল রংয়ের চাঁদের সাক্ষী থাকবে বিশ্ব chandra grahan 2025। বিস্ময়কর এই ঘটনার নামকরণ করা হয়েছে ‘ব্লাড মুন’। ৮২ মিনিট ধরে দেখা যাবে রক্তাভ চাঁদকে। যা এই দশকের সবচেয়ে দীর্ঘ চন্দ্রগ্রহণ হিসেবেই চিহ্নিত হতে চলেছে। চন্দ্রগ্রহণের সময়ে ঠিক কী দেখা যাবে আকাশে? সূর্য এবং চাঁদের মাঝে যখন পৃথিবী চলে আসে এবং চাকতিতে চাকতিতে তাদের আকৃতি মিলে যায় তখনই হয় চন্দ্রগ্রহণ। কারণ পৃথিবীতে বাধাপ্রাপ্ত হওয়ায় সূর্যের আলো সরাসরি চাঁদে এসে পৌঁছতে পারে না। সূর্যগ্রহণের সময়ে সাধারণত দিনেই আঁধার নেমে আসে। তবে চন্দ্রগ্রহণের ক্ষেত্রে চাঁদ রক্তাভ হয়ে ওঠে। লাল আভা ছড়িয়ে দেয় আকাশে।

পৃথিবীর ফাঁক গলে যেটুকু সূর্যের আলো চাঁদে আসচে পারে তাতে নীল এবং সবুজ রংয়ের শর্ট ওয়েভলেন্থ ছড়িয়ে পড়ে। চাঁদে তা পৃথিবীর ছায়া পড়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে ওঠে চতুর্দিক। এদিন বিশ্বজুড়ে ৮২ মিনিট ধরে ব্লাড মুন দেখা যাবে। হাল্কা তামাটে রংয়ের চাঁদের চতুর্দিকে থাকে লাল আভা। এ দৃশ্য স্মৃতিতে আজীবন থেকে যাবে বলেই উল্লেখ করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

প্রথম থেকে শেষ পর্যন্ত চন্দ্রগ্রহণের সমস্ত মুহূর্তই ভারত থেকে দেখা যাবে। জ্যোতির্বিদরা জানাচ্ছেন, এই গোটা গ্রহণ পর্ব শুরু হবে সন্ধ্যার শেষ এবং রাতের শুরুতে। মধ্যরাত পর্যন্ত চলবে মহাজাগতিক এই বিস্ময়কর ঘটনা। আংশিক এবং সম্পূর্ণ গ্রহণ পর্যায় চলবে কয়েক ঘণ্টা ধরে তবে সবচেয়ে আকর্ষণীয় হবে ৮২ মিনিটের পর্ব। এই সময়ের মধ্যেই চাঁদ রক্তাভ লাল হয়ে উঠবে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article