শুভেন্দুর টুইট, সামাজিক মাধ্যমে ভুলবার্তা।
নিজস্ব সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর থেকে আটক সন্দেহভাজন দুই যুবকের সাথে নেই জঙ্গি যোগ, ক্লিনচিট দিল পুলিশ। ভুল তথ্য ছাড়ালে নেওয়া হবে কড়া ব্যবস্থা। বারুইপুর রাসমাঠ এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে দুই সন্দেহ ভাজন যুবককে আটক করে বারুইপুর থানার পুলিশ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই দুই যুবককে কাশ্মীরি জঙ্গি বলে অভিহিত করে টুইট করেন। বারুইপুরে দুজন কাশ্মীরের ব্যক্তি আত্মগোপন করে রয়েছে এবং সন্দেহজনক গতিবিধি দেখা গেছে বলে সেই সংশ্লিষ্ট বাড়ি এবং ব্যক্তির ঠিকানা দিয়ে পোস্ট করে। কিন্তু বিরোধী দলনেতার সমস্ত দাবি নস্যাৎ করে দিয়েছে বারুইপুর পুলিশ। তবে বারুইপুর থানার পুলিশ দ্রুত এ বিষয়ে পদক্ষেপ করে ও সন্দেহভাজন দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি সামাজিক মাধ্যমে ভুল বার্তা দেওয়া হয়েছে।

এই দুই যুবক আদতে মধ্যপ্রদেশের বাসিন্দা। একজন সিভিল ইঞ্জিনিয়ার আর একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। তাদের কাছে পাওয়া আধার কার্ড থেকে শুরু করে যাবতীয় তথ্য সবই সত্য বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ। তারা ব্যবসার কাজে বারুইপুর এসেছে।এদের সাথে কোন কাশ্মীরি জঙ্গি যোগ আপাতত নেই বলেই সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন বারুইপুর পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালী। তবে যারা সামাজিক মাধ্যমে মিথ্যা খবর ছড়াবে, অপপ্রচার চালাবে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কড়া বার্তা দিয়েছেন পুলিশ সুপার।