Monday, October 20, 2025
Ad

থানাতেই আইবুড়ো ভাত দুই এসআই-র।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

আহা কি আনন্দ, বাজবে বিয়ের সানাই।

নিজস্ব প্রতিনিধি, রায়দিঘি: বিয়ের সানাই বাজতে চলেছে রায়দিঘী থানার দুই পুলিশের। তার আগে তাদের আইবুড়ো ভাত খাওয়াতে ব্যস্ত থানার আই সি মানস চ্যাটার্জি। দিনভর পুলিশের টহলদারি, মামলা, মীমাংসা, বিভিন্ন কাজে থাকেন থানার পুলিশ কর্মীরা। সেই ফাঁকে রবিবার রাতে রায়দিঘী থানার দুই এস আই-অমিত রায় এবং সুবীর মন্ডলের আইবুড়ো ভাত খাওয়াতে ব্যস্ত থানার পুলিশ কর্মীরা। আইবুড়ো ভাত থেকে গায়ে হলুদ দুই অফিসারকে আশীর্বাদ করেন থানার বড়বাবু। আইবুড়ো ভাত হল একটি ঐতিহ্যবাহী বাঙালি প্রাক-বিবাহের আচার, যেখানে বর এবং কনেরা বিদায়ী খাবার খায়। এই আচারটি বিয়ের আগে পালন করা হয় এবং বিশ্বাস করা হয় যে এটি দম্পতির ভবিষ্যতের জন্য সৌভাগ্য নিয়ে আসে। আর সেই কথা মাথায় রেখে রায়দিঘী থানার আইসি ওই দুই সহকর্মীর ভবিষ্যতের উজ্জ্বল কামনা করে তাদের মুখে আইবুড়ো ভাত তুলে দিলেন এবং আশীর্বাদ করলেন দুজনকে।দুটি পুলিশের আইবুড়ো ভাত খাওয়ানোর উনুষ্ঠান ঘিরে এদিন রায়দিঘী থানার সকল পুলিশ কর্মীদের নিয়ে ভুঁড়িভোজ করানো হয়। এরকম একটি অবিশ্বাস্য ঘটনার সাক্ষী থাকলো রায়দিঘী থানা।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article