বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: সোমবার কাক ভোরে পরিত্যক্ত একটি ডোবা থেকে উদ্ধার হল একটি সদ্যজাত শিশু কন্যা। ঘটনাটি হুগলীর চুঁচুড়ার লেলিন নগর এলাকার। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে একটি ডোবা থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। আওয়াজ পেয়ে স্থানীয়রাই খুঁজতে গিয়ে দেখে ডোবার ঝোপের মধ্যে একটি সদ্যজাত শিশু পরে আছে। কান্নার আওয়াজ সেখান থেকেই আসছে। স্থানিয়রাই শিশুটিকে উদ্ধার করে। তৎক্ষনাৎ খবর দেওয়া হয় চুঁচুড়া থানায়। ঘটনাস্থলে পুলিশ আসে। এরপর শিশুটিকে চিকিৎসার জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই শিশুবিভাগে ভর্তি রয়েছে শিশুটি। এমন অমানবিক ঘটনায় এলাকার মানুষ হতবাক্। কে বা কারা শিশিটিকে ঝোপের মধ্যে ফেলে গেছে সেই বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ।