Monday, October 20, 2025
Ad

ব্যাংকের নামে প্রতারণা, মাথায় হাত গৃহবধুর।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

নিমিষেই অ্যাকাউন্ট থেকে উধাও টাকা।

নিজস্ব সংবাদদাতা, রায়দিঘী: আমি ব্যাংক থেকে বলছি, আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, শীঘ্রই KYC করতে হবে। আপনার জন্ম তারিখ বলুন, আপনার আধার নম্বরটি বলুন, আপনার ATM এর শেষ চারটি সংখ্যা বলুন, তারপর অ্যাকাউন্ট থেকে উধাও হয়েছে টাকা। এরকম গল্প আগে অনেক শোনা গেছে। এবার বন্ধন ব্যাংক এর নামে প্রতারণা। প্রতারণার শিকার এক গৃহবধূ।

ঘটনাটি রায়দিঘী থানার কাশিনগরের বাহির কাঞ্চলী গ্রামে। শনিবার বন্ধন ব্যাংকের ম্যানেজার গৃহবধূ পলি ভান্ডারীর একাউন্ট থেকে ২৫ হাজার টাকা তুলে নেয় বলে অভিযোগ। এই ঘটনায় সোমবার রায়দিঘী থানায় অভিযোগ দায়ের করে পলি ভান্ডারী। প্রতারিত ওই গৃহবধূ জানিয়েছেন, গত শনিবার তার মোবাইলে বন্ধন ব্যাংকের লোগো লাগানো একটি নং থেকে ফোন আসে। বলা হয় আপনার ব্যাংকের একাউন্ট বন্ধ হয়ে গিয়েছে, KYC জমা দিতে হবে। বন্ধন ব্যাংকের ম্যানেজারের পরিচয় দিয়ে কথা বলে জানায় পলি ভান্ডারী। ফোনে কথা বলার সময় পলি ভান্ডারীর পুরোনো ফিক্সড ডিপোজিট এর কথা বলে, ফিক্সড ডিপোজিট এ নমিনি ওই গৃহবধূর মা, সেই প্রতারক গৃহবধূর মায়ের নামও বলে। এবং যে এজেন্টের কাছে ওই গৃহবধূ ফিক্সড ডিপোজিট করেছে সেই এজেন্টের নামও বলে ওই প্রতারক। ফোনে কথা বলতে বলতে বলে তোমার বই চালু হয়ে গিয়েছে, OTP গিয়েছে ওটা দিতে হবে। অভিযোগ কারিনি পলি ভান্ডারী চোখের সমস্যা থাকার কারণে স্বামীকে বলতেই তার স্বামী OTP দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে ২৫ হাজার টাকা কাটা যায় পলি ভান্ডারীর একাউন্ট থেকে। তখনই বুঝতে পারে যে প্রতারণার শিকার হয়েছে তারা।

এই ঘটনায় সোমবার রায়দিঘী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে পলি ভান্ডারী। কেবা কারা এই চক্রের সাথে জড়িত, অভিযোগ পাওয়ার পর রায়দিঘী থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article