Thursday, April 17, 2025
Ad

মানস জ্যোতি বরগোহাই অসম পুলিশের গুপ্তচর নয় : অসম পুলিশ।

Must read

আলফা জঙ্গী শিবিরে পেরণ করা হয়নি মানস জ্যোতিকে।

জ্যোতির্ময় ভৌমিক, আসাম: মানস জ্যোতি বরগোহাই অসম পুলিশের গুপ্তচর নয়, আলফা জঙ্গী শিবিরে পেরণ করা হয়নি। এক প্রেস বার্তায় অসম পুলিশ সদর কার্যালয় থেকে এ কথা জানিয়ে দেয়। যে আলফা জঙ্গী শিবিরে বন্দী হয়ে থাকা মানস বরগোহাই অসম পুলিশের কোন গুপ্তচর নয়। উল্লেখ্য যে আলফা স্বাধীন থেকে প্রেরণ করা একটি ভিডিও বার্তায় মানস বরগোহাই নামের এক ক্যাডার উল্লেখ করেছিল যে, সে অসমপুলিশের প্রাক্তন আধিকারিক ভাস্কর জ্যোতি মহন্ত, জীপি সিং, পর্থসারথির নির্দেশ এ গুপ্তচর হয়ে যোগ দিয়েছিলেন। একটি ভিডিও বার্তা রাজ্য জুড়ে তোলপার সৃষ্টি করার সময় অ্সম পুলিশ এই বিষয়টি সম্পূর্ণ অসত্য বলে ঘোষণা করেছেন।

এক প্রেস বার্তায় অ্সম পুলিশ জানিয়ে দিয়েছে আলফা শিবিরে বন্দী মানস জ্যোতি বরগোহাই অ্সম পুলিশের কোনো পদবীতে নেই। এ ছাড়াও 2011 সালে কোন নিযুক্তি দেওয়া হয়নি। কোনো ভাবেই অ্সম পুলিশের সঙ্গে সম্পর্ক নেই। 2011 সালে মেরিট লিস্টে বুরাগোহাঞ্জি নিযুক্তি পেয়েছে। সম্প্রীতি করিমগঞ্জে পি এস আই হিসেবে কর্মরত।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article