Friday, August 29, 2025
Ad

স্বাস্থ্যকেন্দ্রে উদ্ধার একাধিক বিষাক্ত চন্দ্রবোড়া। 

Must read

ESI HOSPITAL SNAKE 

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: হাসপাতাল চত্তর থেকে উদ্ধার চন্দ্রবোড়া। একটি নয়, দুটি নয়, একেবারে তিন তিনটি পূর্ণ বয়স্ক চন্দ্রবোড়া সাপ। হুগলীর শ্রীরামপুর ই এস আই হাসপাতাল চত্বরের ভিতর থেকে এই তিনটি সাপ উদ্ধার করা হল। প্রশঙ্গত উল্লেখ‍্য শ্রীরামপুর ই এস আই হাসপাতাল সংলগ্ন কর্মী আবাসন এলাকায় ঘন জঙ্গল রয়েছে। সেখানেই সাপের অবাধ বিচরণ।শুক্রবার হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার – আসার রাস্তায় একটি চন্দ্রবোড়া সাপ কে দেখে আতঙ্কিত হয়ে পড়েন রোগীর পরিজন ও স্থানীয় মানুষজন। এরপরেই সর্প বিশেষজ্ঞ চন্দন ক্লেমেং সিংকে খবর দেওয়া হলে চন্দন বাবু এসে হাসপাতাল চত্বর থেকে তিনটে সাপ উদ্ধার করেন। এই স্থলে আরও সাপ রয়েছে বলে জানিয়েছেন তিনি।

এই বিষয়ে চন্দনবাবু বলেন, সাপ দেখে অযথাই মানুষ আতঙ্কিত হয়ে পরে। এবং অনেক ক্ষেত্রে মেরেও ফেলে। ফলত পরিবেশ থেকে সাপ প্রায় বিলুপ্ত হতে চলেছে। হাসপাতাল চত্বরে অনেক ঝোপ ঝার রয়েছে। এছাড়া অনেক খাবার যেগুলো ফেলে দেওয়া হয়। এবং সেগুলো ইদুঁর খেতে আসে। সাপ খাবারের সন্ধানে চলে আসে এই এলাকায়। তাছাড়া সাপের আশ্রয়স্থলও কমে যাচ্ছে। ফলে সাপ লোকালয়ে আসছে। মানুষ যেমন সাপ দেখে ভয় পায়। সাপও ভয় পায়। এদের না মেরে এদের স্বাভাবিক পরিবেশে ছেড়ে দেওয়া উচিৎ। সাপ কামড়ালে চিকিৎসার জন‍্য যে এ‍্যান্টি ভেরাম সিরাম ব‍্যবহার হয় সেটা সাপের বিষ থেকে তৈরী হয়। তাই সাপ দেখে মেরে ফেলার সিদ্ধান্ত না নিয়ে রক্ষনাবেক্ষনের আবেদন জানান চন্দনবাবু।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article