প্রায় নয় বছর পর কথা হল দুজনের।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ৯ বছর পর পাশাপাশি এসে দাঁড়ালেন দেব-শুভশ্রী। দুজনের পোশাকের রঙে-রংমিলান্তি। হাত বাড়ালেন দুজনে-দুজনের দিকে। ৯ বছর পর দেখা হল দুজনের। ৯ বছর পর কথা হল দুজনের। আর দর্শকদের মনে ঝড় বয়ে গেল ধূমকেতুর। এই মুহূর্তটার জন্যই অপেক্ষা ছিল অনুরাগীদের। কখন পাশাপাশি এসে দাঁড়াবেন দেব-শুভশ্রী। ফের নস্ট্যালজিয়া উসকে দেবে ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’ ছবির সেই জুটি, যাঁকে দেখে একসময় সিনেমাহলে উপচে পড়ত ভিড়। যাঁকে দেখে কলেজ পা রাখা সদ্য পড়ুয়ারা গেয়ে উঠতেন নানা গান। চোখের সামনে সেই সুপারহিট জুটি।৯ বছর পর পাশাপাশি এসে কী কথা হল দুজনের? রবিবার গিয়েছে ফ্রেন্ডশিপ ডে। আর সোমবার মঞ্চে এক নতুন বন্ধুত্বের শুরু। দেবের পাশে দাঁড়িয়ে শুভশ্রী বলে উঠলেন, ”আমার সঙ্গে বন্ধুত্ব করবে?” শুভশ্রীর মুখে একথা শুনে দেব বললেন ‘কেন?’ শুভশ্রী বললেন ‘এমনি!’ নজরুল মঞ্চ জুড়ে তখন চিলচিৎকার। তার কিছুক্ষণ পরেই দেব বলে উঠলেন, আমি ওর সাক্ষাৎকার দেখছিলাম, ওর হাসিটা মিস করেছি। বললাম একটু হাসো!” দেব-শুভশ্রীর এই বাস্তব সংলাপে ততক্ষণে উত্তেজনা তিনগুণ করেছেন নজরুল মঞ্চের। শুভশ্রী বলে উঠলেন, ”আমি আর দেব এতটা চেষ্টা করিনি এই জুটিটাকে বাঁচিয়ে রাখার। কিন্তু দর্শকরা, তাঁদের ভালবাসায়, অনুভূতিতে, কান্নায়, আনন্দে আমাদের জুটিকে বাঁচিয়ে রেখেছিল। তাই দর্শকদের সবার আগে ধন্যবাদ বলতে চাই।”