Monday, July 28, 2025
Ad

থাইল্যান্ডের বৌদ্ধমঠে যৌ*ন কেলেঙ্কারি।

Must read

বৌদ্ধ ভিক্ষুককে ব্ল্যাকমেইল-ভিডিও প্রকাশ্যে আনার হুমকি। 

নিজস্ব সংবাদদাতা, নিউজ দিগন্ত বার্তা: পবিত্র মঠের মধ্যে মহিলাকে এনে যৌনসঙ্গম বৌদ্ধ ভিক্ষুদের। ঘটনার পর মহিলার দ্বারা ব্ল্যাক মেলের শিকার হয়ে দফায় দফায় দেওয়া হল ১২ মিলিয়ন ডলার। তাও আবার মঠের তহবিল থেকে। এই যৌনকেচ্ছা ও দুর্নীতির ঘটনা সামনে আসতেই শোরগোল শুরু হয়েছে থাইল্যান্ডে। গোটা ঘটনায় ১১ জন ভিক্ষুকের বিরুদ্ধে উঠেছে অভিযোগের আঙুল। পুলিশের তরফে জানা যাচ্ছে, উইলাওয়ান এমসাওয়াত নামে থাইল্যান্ডের এক মহিলা মঠের মধ্যে অন্তত ৯ জন ভিক্ষুর সঙ্গে যৌন সম্পর্ক করেছিলেন। সেই সময় গোটা ঘটনা ক্যামেরা বন্দি করেন মহিলা। সেই ভিডিও প্রকাশ্যে আনার হুমকি দিয়ে ব্ল্যাকমেল শুরু করেন।

সম্মানহানির ভয়ে এরপর ওই মহিলাকে প্রতিমাসে বিপুল পরিমাণ টাকা পাঠানো শুরু করেন ভিক্ষুকরা। এভাবে মঠ তহবিলে দান হিসেবে আসা প্রায় এক কোটি ২০ লক্ষ টাকা দেওয়া হয় মহিলাকে। বিষয়টি জানাজানি হতেই শুরু হয়েছে তদন্ত। পুলিশের দাবি, গোটা ঘটনার তদন্তে গঠন করা হয়েছে টাস্কফোর্স। পরিস্থিতি এতটাই গুরুতর আকার নিয়েছে যে থাইল্যান্ডের রাজা তাঁর জন্মদিনের অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুকদের আমন্ত্রণ বাতিল করেছেন। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, এই অনুষ্ঠানে তাঁদের উপস্থিতি একেবারেই কাম্য নয়। এর ফলে জনগণের আস্থায় আঘাত লাগবে। পরিস্থিতি সামাল দিতে জাতীয় বৌদ্ধমঠের তরফে জানানো হয়েছে, ঘটনায় অভিযুক্ত সকল ভিক্ষুকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article