নিজস্ব সংবাদদাতা, মথুরাপুর: বুধবার ভারতীয় জনতা পার্টির মেগা জনসভা। সেই উপলক্ষ্যে কোলকাতায় পা রাখছেন অমিত শাহ। সেই অমিত শাহকেই রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হবে গণ চিঠি। ৬৪ ফুট লম্বা ও ৬৮ ফুট চওড়া বিশাল ত্রীস্তরীয় মঞ্চ তৈরী করা হয়েছে। এই মঞ্চ থেকেই বার্তা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সাথে থাকবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই জনসভায় যোগ দেওয়ার জন্য বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা এসে উপস্থিত হচ্ছেন সভাস্থলে।
কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সভাস্থল। এই সভার বিশেষত্ব এবার ত্রীস্তরীয় মঞ্চে উপস্থিত থাকবেন বাংলার বঞ্চিত চাকরীপ্রার্থীরা। যারা দীর্ঘদিন ধরে ন্যায্য চাকরির জন্য আন্দোলন চালিয়ে আসছেন। ত্রীস্তরীয় মঞ্চের মূলভাগে থাকবেন অমিত শাহ তার সাথে থাকবেন সুকান্ত ও শুভেন্দু, দ্বিতীয় ভাগে থাকবেনবিজেপির রাজ্য নেতৃত্ব এবং তৃতীয় স্তরে থাকবেন বাংলার বঞ্চিত চাকরী প্রার্থীরা। একুশে জুলাইয়ে যেখানে তৃণমূলের শহীদ সমাবেশ হয়, ঠিক সেখানেই বিজেপির সভার আয়োজন করা হয়েছে। ২০২৪ এর আগে অমিত শাহর এই বাংলা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিভিন্ন রাজনৈতিক মহল।
তবে, অমিত শাহ এই সভাতে হিংসা ছড়াতে আসছেন বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। হিংসা ছড়ানোই তাঁর একমাত্র কাজ। বাংলায় এসে হিংসা না ছড়িয়ে দেশের জন্য দশের জন্য কাজ করার জন্য রাজ্যের যুব তৃণমূল কংগ্রেস গণ চিঠির মাধ্যমে অমিত শাহকে আবেদন জানাবে। সুন্দরবন সংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি বাপি হালদার জানান, ক্ষমতায় আসার আগে বিজেপি বলেছিল দুই কোটি বেকারদের চাকরি দেবে। কিন্ত ক্ষমতায় আসার পর দুকোটি দুর অস্ত, দুটো চাকরিও পশ্চিমবঙ্গের মানুষ নিজের চোখে দেখতে পায়নি।
সব দিক থেকে বঞ্চিত বাংলা। গরীব মানুষের একশ দিনের টাকা, আবাস যোজনার টাকা বকেয়া রয়েছে, কেন এই বৈমাত্রিয় আচরণ, কেন দেশের মুদ্রাস্ফীতি ক্রমাগত নিম্নমুখী, দেশে মন্দা দেখা দিয়েছে। এই সব কিছুর জবাব চায় গোটা বাংলার যুব সমাজ। এছাড়াও তাদের আবেদন, তিনি দেশের স্বরাষ্ট্র মন্ত্রী। রাজনীতি করছেন করুন, কিন্তু দেশের উন্নয়ন, বাংলার উন্নয়ন করে নিজের পদ মর্যাদা বজায় রাখুন।