Monday, October 20, 2025
Ad

পুরপ্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে পড়লো পোষ্টার।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

তৃণমূল নেতার বিরুদ্ধে পোস্টার ঘিরে চাঞ্চল্য।

বন্দনা ভট্টাচার্য্য, হুগলি: “দিলীপ যাদবকে আর চেয়ারম‍্যান পদে দেখতে চাই না”- রবিবার সকালে হুগলির উত্তরপাড়া শহর জুড়ে উত্তরপাড়া কোতরং পৌরসভার তৃণমূল কংগ্রেস পৌরপ্রধানের বিরুদ্ধে এই পোষ্টার দেখা গেলো। পোষ্টারে একাধিক বিষয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে। উত্তরপাড়া শহরের নাগরিকদের সচেতন করার বার্তা দিয়ে এই পোষ্টার লাগানো হয়েছে। এদিন সকালে পুরপ্রধান দিলীপ যাদবের বিরুদ্ধে কে বা কারা এই পোষ্টার লাগিয়েছে সেই বিষয়ে কিছু জানা যায় নি। হাসপাতালের কাটমানি, ঔষধ চুরি, অতিরিক্ত ট‍্যাক্স বৃদ্ধি, স্বৈরাচারি শাসন, মানুষের সাথে দুর্ব‍্যবহার, তোলাবাজি, অর্থের বিনিময়ে চাকরি সহ একাধিক অভিযোগ রয়েছে এই পোষ্টারে।এই বিষয়ে বিজেপির তরফে জানিয়েছে, পোষ্টারে যে অভিযোগগুলো লেখা হয়েছে সেই সব সত‍্যি। বহুদিন ধরেই দিলীপ যাদবের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। তবে পোষ্টার প্রশঙ্গে উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ সব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, উত্তরপাড়ার রাজনীতি বা সাধারণ মানুষের মধ‍্যে পোষ্টারের কোনো প্রভাব পড়বে না। তবে পোষ্টার নিয়ে সাধারণ মানুষ প্রকাশ‍্যে কিছু বলতে না চাইলেও উত্তরপাড়ায় তৃণমূলের চূড়ান্ত গোষ্ঠিদ্বন্ধ রয়েছে, পোষ্টারের অভিযোগ সেই গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলেই মনে করছেন সাধারণ মানুষের একাংশ।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article