Friday, April 18, 2025
Ad

“টাকা দিয়ে ভোট কিনতে চাইছে তৃণমূল কংগ্রেস” : লকেট চ‍্যাটার্জী।

Must read

নির্বাচন বিধি ভঙ্গ করছে তৃণমূল, অভিযোগ বিজেপির।

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: ভোটের আগে মানিব‍্যাগ বিতরণ করছে তৃণমূল। ভোটারদের প্রভাবিত করে ভোট কিনতে চাইছে ওরা- এমনটাই অভিযোগ হুগলী লোকসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী লকেট চ‍্যাটার্জীর। শুরু হয়েছে দিল্লির সিংহাসন লড়াইয়ের মহাসংগ্রাম। এরই মধ‍্যে ভারতীয় জনতা পার্টির অভিযোগ, তৃণমূল রাতের অন্ধকারে মহিলাদের মানিব‍্যাগ উপহার দিয়ে ভোটারদের প্রভাবিত করতে চাইছে। বর্তমানে সব রাজনৈতিক দল নির্বাচন কমিশনের অধীনে রয়েছে। তাই এই ভাবে ভোটারদের প্রভাবিত করার মত কোন কাজ করা যায় না। এই বিষয়ে রবিবার হুগলীর দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেন হুগলী লোকসভার ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী লকেট চ‍্যাটার্জী। তিনি সাংবাদিকদের একটি মানি ব‍্যাগ দেখিয়ে বলেন, এই মানি ব‍্যাগ আরামবাগ লোকসভার অন্তর্গত সিঙ্গুর ও হরিপালের বাড়িতে বাড়িতে দিয়েছে তৃণমূল কংগ্রেস। রাতের অন্ধকারে এই মানিব‍্যাগ বিলি করা হয়েছে। অনেক বাড়ির দরজার সামনেও রেখে আসা হয়েছে। এছাড়াও এপ্রিল মাস থেকে লক্ষীর ভান্ডারের ৫০০ থেকে যে ১০০০ টাকা করা হয়েছে, সেটা দেওয়ালে, পোষ্টারে প্রচার করা হচ্ছে। এটা নির্বাচন কমিশনের নিয়ম বিরুদ্ধ। এই টাকা বাড়িয়ে তৃণমূল কোনো মহৎ কাজ করেনি। অন‍্যান‍্য জায়গায় এর থেকে অনেক বেশি টাকা দেওয়া হয়। এর সাথে অনেক প্রকল্পও দেয়।

ভারতীয় জনতা পার্টি জিতলে, টাকার সাথে সাথে আরও অনেক প্রকল্পের সুযোগ সুবিধা পাবে সবাই। তৃণমূল ৫০০ টাকা বেশি দিয়ে এর থেকে অনেক বেশি সুবিধা আগামী পাঁচ বছর ভোগ করবে। তাই তৃণমূলের পাতা ফাঁদে পা না দেওয়ার জন‍্য সতর্ক করেছেন তিনি। মানিব‍্যাগ বিলি নিয়ে বিজেপির তরফে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে,বলেও জানিয়েছেন লকেট চ‍্যাটার্জী। এই বিষয়ে জানার জন‍্য সিঙ্গুরের বিধায়ক তথা রাজ‍্যের মন্ত্রী বেচারাম মান্নাকে একাধিক বার ফোন করা হলেও তাঁর থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article