Monday, July 28, 2025
Ad

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত দমদম।

Must read

নিজস্ব সংবাদদাতা, দমদম: নিত্যদিন লেগে আছে এদের গোষ্ঠীকোন্দল। এবার দমদমের বিধায়ক অতীন ঘোষ বনাম ডাঃ শান্তনু সেন। ডাঃ শান্তনু সেন ও কাকলি সেনের বাড়ির সামনে বিক্ষোভ দেখান অতীন ঘোষ ঘনিষ্ঠ কিছু দলের কর্মী-সমর্থক। থানায় অভিযোগ জানান শান্তনু সেন। ঘটনার সূত্রপাত, বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ। ৬ নম্বর দমদম রোডে স্থানীয় বিধায়ক অতীন ঘোষের ঘনিষ্ঠ বেশ কিছু তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়িতে ঢুকে মারধর করার অভিযোগ ওঠে। আঙুল ওঠে স্থানীয় কাউন্সিলর কাকলি সেন এবং তাঁর স্বামী ডঃ শান্তনু সেনের বিরুদ্ধে। হামলা, মারধরের ঘটনায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, এক বৃদ্ধাকে চড়ও মারেন কাউন্সিলর কাকলি সেন। এরপরই কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে বিধায়ক অতীন ঘোষের অনুগামীরা। বাড়ির সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় তারা। ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।

অবশেষে বিধায়কের সঙ্গে ফোনে কথা বলার পর কাউন্সিলরের বাড়ির সামনে থেকে বিক্ষোভ সরে যায়। যদিও ঘটনার সময় বাড়িতে ছিলেন না কাউন্সিলর কাকলি সেন ও তাঁর স্বামী শান্তনু সেন। তাঁরা সেই সময় সিঁথি থানায় উপস্থিত ছিলেন। সেখানেই বিধায়ক অতীন ঘোষের অনুগামী সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে সিঁথি থানায় মারধরের অভিযোগ দায়ের করেন কাউন্সিলর কাকলি সেন। সাংবাদিকদের সামনে শান্তনু সেন বলেন, “আমার যা বলার, আমি লিখিতভাবে প্রশাসনকে জানিয়ে দিয়েছি।”

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article