বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: আঠেরোতম লোকসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়। দেওয়াল লিখন শুরু হয়ে গেছে। প্রার্থীরাও যাচ্ছেন মানুষের কাছে দলের হয়ে প্রচারে। শনিবার হুগলী লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জী হুগলীর সিঙ্গুরের প্রচারে যান। প্রথমে সিঙ্গুর বিধান সভার অন্তর্গত বেরাবেরি অঞ্চলে যান। এখানে বিখ্যাত সিদ্ধেশ্বরী মার মন্দিরে পূজো দিয়ে, এখান থেকেই প্রচার শুরু করেন। এদিন সিঙ্গুর বিধানসভার আনন্দনগর অঞ্চল ও গোপাল নগরেও প্রচার সারেন অভিনেত্রী রচনা ব্যানার্জী। প্রচারে রচনার সাথে ছিলেন হরিপালের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, সিঙ্গুরের বিধায়ক ড. করবী মান্না সহ অন্যান্য নেতৃত্ব।
হুগলী লোকসভার প্রার্থী অভিনেত্রী রচনা ব্যানার্জী এই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তারই একসময়ের বান্ধবী ও সহ অভিনেত্রী ভারতীয় জনতা পার্টির লকেট চ্যাটার্জীর সাথে। রচনা ব্যানার্জী জানিয়েছেন, লকেট একটাও ভোট পাবেনা। অপর দিকে লকেট বলেছেন গতবারের থেকেও দ্বিগুন ভোটে জিতবে। ভোটের ময়দানে এই দুই অভিনেত্রী তথা দুই রাজনৈতিক দলের প্রার্থীর মধ্যে কাকে মানুষ সমর্থন করে পার্লামেন্টে নেবে তার সেটাই দেখার বিষয়।