বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: একেবারে দোড় গোড়ায় কড়া নাড়ছে ২৪শের লোকসভা নির্বাচন। প্রার্থীর নাম ঘোষনা, দেওয়াল লিখন, প্রায় শেষ। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচার শুরু করেছেন। বৃহস্পতিবার আরামবাগ লোকসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মিতালী বাগ এই লোকসভার বাহির খন্ড এলাকার বিভিন্ন জায়গায় ভোটারদের সাথে পরিচিত হন। আবেদন জানান ভোটের জন্য। এদিনের প্রচারে মিতালী বাগের সাথে ছিলেন, হরিপালের বিধায়ক ড. করবী মান্না, সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না সহ একাধিক বিশিষ্ট ব্যাক্তি ও বহু কর্মী সমর্থক। রাস্তার দুই ধারে দাড়িয়ে থাকা মহিলারা শঙ্খ ধ্বনী ও উলুধ্বনি দিয়ে এবং ফুল ছড়িয়ে, ছোট ছোট বাচ্ছাদের নাচ গানের মধ্যে দিয়ে স্বাগত জানানো হয় মিতালীকে। সকলের মধ্যেই খুব উৎসাহ ছিল। প্রচারের পর এদিন একটি রোড সো করেন মিতালী বাগ। আদিবাসী নৃত্য ও বাজনা সহ বহু কর্মী সমর্থক এই রোড সো এ যোগ দিয়েছেন।
এরই মধ্যে সাংবাদ মাধ্যমকে মিতালী বাগ বলেন, প্রচারে মানুষের থেকে খুব সারা পেয়েছেন। এত মানুষ এসেছেন দেখে তিনি আপ্লুত। মমতা দিদি যে উন্নয়ন করেছেন, সেটা সাধারণ দুস্থ, গরীব থেকে ধনী সকলেই সেই সুবিধা পাচ্ছে। উন্নয়ন তো সবই হয়েছে। তার মধ্যেও যদি কোনো কিছু বাদ থেকে যায় বা মানুষের দাবী থাকে সেগুলো করতে হবে। ভোটে জেতার পর সবার জন্য নতুনত্ব কিছু করতে হবে। তৃণমূল কংগ্রেস সবসময় নতুন কিছু নিয়ে ভাবে। এবং নতুন কিছু করে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জাতি, ধর্মের উর্ধে গিয়ে সকল মানুষের কথা ভেবে রাজ্যের উন্নয়ন করেছেন। তাই মানুষ তাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয় যুক্ত করবেন, বলে জানিয়েছেন মিতালী বাগ।