সাকিফ হোসেন, রায়দিঘি: রবিবার কাশিনগরের সিংহেরচক এলাকায় একটি রক্তদান শিবির ও চারা গাছ বিতরণ কর্মসূচিতে দেখা গেল প্রাক্তন তৃণমূল নেতা শান্তনু বাপুলিকে। জানা গেছে, তারই উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর তার এই পদক্ষেপ, ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। এদিন শান্তনু বাপুলি সহ উপস্থিত ছিলেন বিধায়ক অলোক জলদাতা ও স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পর ফিতে কেটে এদিনের কর্মসূচির শুভ সূচনা করেন শান্তনু বাপুলি।

উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনা জেলা যুব তৃণমূলের প্রাক্তন সহ সভাপতি ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। রায়দিঘি বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থীও হয়েছিলেন। নির্বাচনে পরাজয় হয় তৃণমূল কংগ্রেসের কাছে। তারপর ২০২৪ সালে লোকসভা নির্বাচনের প্রচারে ঢোলাহাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চে পুনরায় তৃণমূলে যোগ দেয়। যদিও এরপর থেকে শান্তনু বাপুলির খুব একটা দেখা মেলেনি। তিনি সাংগঠনিক দায়িত্ব সামলানোর পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষও ছিলেন। ২৬ এর আগে নতুন করে উদিত হলেন প্রাক্তন তৃণমূল নেতা শান্তনু বাপুলি। এটা কিসের ইঙ্গিত?

শান্তনু বাপুলি বলেন, দীর্ঘদিন আমাকে দেখতে পাওয়া যায়নি ঠিকই। কিন্তু, গত লোকসভা নির্বাচনের আগে থেকে আমি দলের সাথে আছি। ইতিপূর্বে কোরোনা মহামারী ও প্রাকৃতিক দুর্যোগে আমি মানুষের পাশে থেকেছি। তিনি বলেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কর্মসূচি গ্রহণ করেছি। নতুন করে রাজনৈতিক ময়দানে নেমে ২৬ এর নির্বাচনকে সামনে রেখে, পথ চলা শুরু করলাম। “আর্থিক ভাবে বঞ্চনা চালিয়েও পশ্চিমবঙ্গকে কোণঠাসা করতে পারেনি বিজেপি”। এখন বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললেই আটক, পুশব্যাক, নিগ্রহ করা হচ্ছে, তারই প্রতিবাদ এবং বাঙ্গালীদের পাশে থাকার অঙ্গীকার নিয়েছি।