Tuesday, October 21, 2025
Ad

পঞ্চায়েতের উপসমিতি নির্বাচন ঘিরে দিনভর টানাপোড়েন।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

নিজস্ব সংবাদ দাতা, কুলপি : কুলপি ব্লকের বাবুরমহল গ্রাম পঞ্চায়েতের উপসমিতি নির্বাচন ঘিরে দিনভর টানাপোড়েন। পঞ্চায়েত চত্বরে হাজির কুলপি থানার বিশাল পুলিশ বাহিনী। তৃণমূলের জয়ী প্রার্থীকে অপহরণের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

তবে, মঙ্গলবার সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী শৈলেন্দ্রনাথ হালদার।অপহরণের অভিযোগ ওঠায় প্রশাসন স্থগিত করে দেয় উপসমিতি গঠন। এরপর শুরু হয় উত্তেজনা। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ বিরোধীদের। জানা গেছে, এই পঞ্চায়েতটি তৃণমূল বিরোধী। বিজেপি, আইএসএফ ও নির্দল মিলে গঠন করেছে।

বাবুরমহল গ্রাম পঞ্চায়েত
মোট আসন ১১টি। তারমধ্যে তৃণমূল-৫টি আসন পায়। বিজেপি ২টি, আইএসএফ ২টি ও
সিপিএম ১টি এবং
নির্দল -১টি আসন পায়। এখানে বিজেপি, আইএসএফ, সিপিএম ও নির্দল মিলিয়ে মোট ৬ জন মিলে বোর্ড গঠনের কথা ছিল। প্রধান ও উপপ্রধান আগেই ঠিক হয়ে গিয়েছিল। আজ এই পঞ্চায়েতে উপসমিতি গঠনের কথা ছিল। কিন্তু তাও শেষমেস ভেস্তে গেলো

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article