Friday, August 29, 2025
Ad

মোদীর অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে অভিমানে বেঙ্গালুরু ছুটলেন দিলীপ ঘোষ।

Must read

মোদি আসার আগেই বঙ্গ ছাড়লেন দিলীপ।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বার বার বিজেপি নেতা দিলীপ ঘোষ তৃণমূলের অনুষ্ঠানে ব্রাত্য থাকছেন। এবারও উপেক্ষিত হলো দিলীপ ঘোষ। শুক্রবার দমদমে ফের নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ পেলেন না তিনি। আর তারপরেই নিয়ে নিলেন বড় সিদ্ধান্ত । শুক্রবার সকালের বিমানেই বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিলেন প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। আপনি কোথায় যাচ্ছেন? প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, ”আমি বেঙ্গালুরু যাচ্ছি রবিশঙ্কর প্রসাদের সঙ্গে দেখা করতে। একটা মিটিং পেন্ডিং ছিল। ওরা চিঠি দিয়ে দেখা করতে বলেছে। কাল ফিরব।” আজ শহরে নরেন্দ্র মোদি আসছেন। দিলীপের জবাব, ”আজকেই মিটিংয়ে ডেট। উনি চিঠি দিয়ে কনফার্ম করেছেন। আমার আজ কলকাতায় কোনও কাজ নেই।”এক সাংবাদিক প্রশ্ন করেন, দিলীপ ঘোষের এত অভিমান কেন? তাঁর স্পষ্ট জবাব, ”দিলীপ ঘোষ কোনও দিন অভিমান করেনি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত কাজ করেছি। লোকের অভিমান ভাঙিয়েছি।” আপনার দলের প্রতি অবদান কি ভুলে যাওয়া হচ্ছে? এবার দিলীপের জবাব, ”প্রধানমন্ত্রী কী বুঝবেন, সেটা প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দিন। আমার মতো হাজার হাজার কর্মী পার্টিতে আছেন। পার্টি তাদের নিয়ে ভাবে। যোগ্য মনে করলে তাদের কাজ দেয়। পার্টিতে আমার কোনও কাজ নেই। প্রধানমন্ত্রী আসছেন, ভাষণ দেবেন। সে তো আমি মোবাইলে শুনে নিতে পারি। উনি তো আসতেই থাকবেন। ভাষণ শোনা তো কোনও কাজ নয়। অন্য কাজ যখন পার্টি দেবে, সেই কাজে লেগে যাবো।” তবে শুক্রবার দমদমে সেন্ট্রাল জেলের মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় ডাক পাননি তিনি। তার কয়েকঘণ্টা আগে দিলীপের বাংলা ছেড়ে অন্য রাজ্যে পাড়ি দেওয়া নিয়ে প্রশ্ন উঠছে। এদিন কলকাতা বিমানবন্দরে এই নিয়ে প্রশ্নের মুখেও পড়তে হল তাঁকে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article