নিজের এলাকায় বিক্ষোভের মুখে পড়েছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।
নিজস্ব প্রতিনিধি: মুখ ফসকে বলে ফেলেছিলেন যে তিনি পদত্যাগ করবেন। তারপরেই সমস্যা। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে পদত্যাগের ভাবনা থেকে দূরে সরেছেন মন্ত্রী সিদ্দিকুল্লা। নিজের বিধানসভা এলাকায় দলীয় কর্মীদের একাংশের হামলার মুখে পড়েছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি। সেই ঘটনায় অপমানিত হয়ে পদত্যাগ করার কথাও জানিয়েছিলেন মন্ত্রী। তবে শেষপর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনে ভরসা ফিরে পেয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী দোষীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির আশ্বাস দিয়েছেন। তারপরই নিজের সিদ্ধান্ত থেকে সরে আসলেন। জানা গিয়েছে, ঘটনার পরদিন মুখ্যমন্ত্রী নিজেই ফোন করেন সিদ্দিকুল্লা চৌধুরিকে। প্রায় পাঁচ মিনিটের ওই ফোনালাপে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে আশ্বস্ত করেন, হামলার সঙ্গে যারা জড়িত, তাঁদের বিরুদ্ধে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে।নবান্ন সূত্রে মঙ্গলবারের খবর, মুখ্যমন্ত্রীর সেই প্রতিশ্রুতির পরই আপাতত পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন সিদ্দিকুল্লা। মন্ত্রী নিজে জানিয়েছেন, ঘটনার সমস্ত কিছু তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। তিনি সুবিচারের আশ্বাস দিয়েছেন। বলেছেন, যেখানেই এমন কিছু ঘটুক, কড়া পদক্ষেপ করা হবে। পাশাপাশি মন্ত্রী জানান, সাতজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। কারা কারা হামলার সঙ্গে জড়িত, সেই নাম তিনি পুলিশকে দিয়েছেন। প্রশাসনের কর্তারা বিষয়টি নিয়ে সক্রিয় হয়েছেন বলেও জানান মন্ত্রী।