আবারও উত্তপ্ত দক্ষিন ২৪ পরগনার মন্দির বাজার।
নিজস্ব সংবাদদাতা, মন্দিরবাজার: বুধবার সকাল থেকে রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিন ২৪ পরগনার মন্দির বাজার। এদিন ভোর থেকে মন্দির বাজার ব্লকের কৃষ্ণপুর পঞ্চায়েতের খেলারামপুর গ্রামে তৃণমূল ও বিজেপি সমর্থিত নির্দল কর্মী সমর্থকদের মধ্যে ঝামেলা শুরু হয়। এর পরই দুই পক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক বোমাবাজি ও গুলি চালানো হয় বলে জানা যায়। দুই দলের অশান্তির জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় মন্দিরবাজারের খেলারামপুর এলাকা। বোমাবাজি ও গুলিতে অনেকেই আহত হয়েছে। আহতদের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। দুস্কৃতিদের ছোড়া গুলিতে গুরুতর জখম হয়েছে বিজেপি সমর্থক বছর পঁচিশের সাইরাজ মোল্লা। তাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই তৃণমূল ও বিজেপি সমর্থিত নির্দল কর্মী সমর্থকদের মধ্যে ঝামেলা শুরু হয়। সেই সময়ও ব্যাপক বোমাবাজি হয়। বুধবার সকালে আবারও এই দুই দলে অশান্তি শুরু হয়। এবং সেই অশান্তি চুরান্ত পর্যায়ে পৌছায়। ভোর থেকেই শুরু হয় মুড়ি মুড়কির মত বোমাবাজি ও গুলি বর্ষণ। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌছায় মন্দির বাজার থানার বিশাল পুলিশ বাহিনী। প্রশাসনিক ভাবে জানাগেছে, এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এলাকায় পুলিশ টহলদারি চালাছে। বিজেপি সমর্থিত নির্দলের কর্মী সমর্থকদের দাবী এদিন তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের বাড়িতে এসে বোমাবাজি শুরু করে। এই বিষয়ে অবশ্য তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।