বন্দনা ভট্টাচার্য, হুগলী: লোকসভা নির্বাচন দোড় গোড়ায় কড়া নাড়ছে। রাজনৈতিক দলের প্রার্থীরা সূর্যের প্রখর তাপকে উপেক্ষা করেই মানুষের কাছে যাচ্ছেন। ভারতীয় জনতা পার্টির শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের পদপ্রার্থী ব্যারিষ্টার কবীর শংকর বোস এই কেন্দ্রের বিভিন্ন জায়গায় চুরান্ত গরম উপেক্ষা করে জনসংযোগ করে চলেছেন। কবীর শংকর বোস আগেই জানিয়েছিলেন তাঁর লড়াই সাধারণ মানুষের জন্য, তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে। চাকরি চুরি থেকে চাল চুরি এই সব দুর্নীতির জন্য তৃণমূলের পথম সারির নেতারা আজ জেলে বন্দি। শুক্রবার তিনি এই পার্লামেন্টের চাঁপদানি বিধানসভার বিভিন্ন জায়গায় যান। হুট খোলা টোটোতে বিভিন্ন পথ পরিক্রমা করেন। কথা বলেন মানুষের সাথে। পরিচয় বিনিময়ও করেন। তিনি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মনোনীত প্রার্থী তিনি।
এই কেন্দ্রে কবীর শংকর বোস জয়ী হলে কেন্দ্রের সব প্রকল্প সরাসরি মানুষের কাছে পৌছে দেবেন। কোনো মাধ্যমের প্রয়োজন হবেনা। প্রচারে কেমন সারা পাচ্ছেন? এই প্রশ্নের উত্তরে কবীর শংকর জানিয়েছেন, মোদির অপেক্ষাতেই মানুষ রয়েছেন। প্রচারে গিয়ে মানুষের মধ্যে সেই উচ্ছাস তিনি দেখেছেন। পার্লামেন্টের সিংহাসনের মহাসংগ্রামে তিনি এগিয়ে আছেন, এমনটাই আশাবাদী ব্যারিষ্টার কবীর শংকর বোস।