Sunday, April 20, 2025
Ad

নির্বাচনী জনসভায় তৃণমূলে যোগ বিরোধী প্রধান সহ ২০০ আইএসএফ বিজেপি ।

Must read

লোকসভার আগে মথুরাপুরে দলবদলের হিড়িক।

লতা পুরকাইত, মথুরাপুর: আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে সোমবার ঘোড়াদল বাজারে তৃণমূলের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। মন্দির বাজার বিধানসভার লক্ষীনারায়নপুর দক্ষিণ অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে এদিন এই নির্বাচনী জনসভার আয়োজন। মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদারের সমর্থনেই নির্বাচনী জনসভা হয়। এই জনসভায় উপস্থিত হয় প্রায় এক হাজার তৃণমূল কর্মি। এই জনসভায় মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদারের হাত ধরে  বিজেপি, আইএসএফ এবং নির্দল থেকে প্রায় ২০০ জন কর্মী এবং নির্দলের প্রধান যোগ দেন দলে। জানা গেছে, গত পঞ্চায়েত নির্বাচনের পর তৃণমূলের বিরুদ্ধে অন্যান্য দলের সমর্থন নিয়ে নির্দল বোর্ড গঠন করেছিল।

লক্ষীনারায়নপুর দক্ষিণ অঞ্চলে নির্দলের প্রধান খয়রন লস্কর ও
মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির মিডিয়া ইনচার্জ বাপ্পা রুইদাস এবং প্রায় শতাধিক ISF কর্মি বাপি হালদারের হাত ধরে যোগ দেন তৃণমূলে। এই জনসভায় উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভার তৃণমূলের প্রার্থী বাপি হালদার সহ মন্দির বাজার বিধানসভার বিধায়ক জয়দেব হালদার, মথরাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানবেন্দ্র হালদার, ব্লক তৃণমূল কংগ্রেস যুব সভাপতি অঞ্চল সভাপতি সহ বহু তৃণমূল নেতৃত্ব। এদিনের এই জনসভা থেকে লক্ষীনারায়নপুর দক্ষিণ অঞ্চলের সমস্ত বুথ সভাপতি কে সংবর্ধনা দেয়া হয় অঞ্চল তৃণমূল কংগ্রেস এর পক্ষে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article