বিজেপি কোনভাবেই সংখ্যালঘুদের ভোট পাবে না : ফিরহাদ হাকিম।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: শমীক সংখ্যালঘুদের বারবার পাশে থাকার বার্তা দেওয়ার পর সম্প্রতি মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, “বিজেপি কোনওভাবেই সংখ্যালঘুদের ভোট পাবে না।” এ কথার পরিপ্রেক্ষিতে শমীক বলেন, “ভোট পাওয়ার জন্য কোনও আবেদন করিনি। মুসলিম ভাইয়েরা ভোট না দিলেও, তৃণমূলের বিসর্জন ঘটাব।” এরপরই তিনি বলেন, “ববি হাকিমদের রাজনীতি হল, মুসলমানদের মনুষ্যত্বের মর্যাদা না দিয়ে ভোটার বানিয়ে রাখার রাজনীতি। কিন্তু মুসলমানদের চিন্তা করতে বলছি, ববি হাকিমের মেয়েরা কোন স্কুলে, কোন কলেজে পড়াশোনা করেছেন?” শুধু ফিরহাদ নয়, সিদ্দিকুল্লা চৌধুরী, জাভেদ খানের মতো তৃণমূল নেতাদের কথাও উল্লেখ করেন শমীক। তাঁর দাবি, সিদ্দিকুল্লা, জাভেদ তথা দেশের কোনও মুসলিম নেতাই তাঁদের সন্তানদের খারিজি মাদ্রাসায় পড়াশোনা করাননি।”
শমীক রাজ্য সভাপতি হওয়ার পরে মুসলিম ভোট নিয়ে অনেকটাই দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেছে। শুভেন্দু যেখানে ঘোর মুসলিম বিরোধী সেখানে মুসলিমদের সঙ্গে চাইছেন শমীক। সায়েন্স সিটির অনুষ্ঠান মঞ্চ থেকে বিজেপির সদর দফতর, সর্বত্র বক্তব্য রাখতে গিয়ে শমীক বুঝিয়ে দিচ্ছেন বিজেপি সংখ্যালঘুদের উন্নয়ন চাইছে, তাই তারাও সঙ্গে থাকুক। এবার সেই সংখ্যালঘুদের উদ্দেশে বার্তা দিতে গিয়ে ফিরহাদ হাকিমের সন্তানদের পড়াশোনা নিয়ে প্রশ্ন তুললেন শমীক ভট্টাচার্য।