১০ই মার্চ ব্রিগেড সমাবেশের ডাক তৃণমূলের। Preparatory meeting of Trinamool public rally.
বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: আগামী রবিবার অর্থাৎ দশই মার্চ ব্রিগ্রেডে তূণমূল কংগ্রেসের জনসভা। এই জন সভার প্রস্তুতি এবং প্রচারের জন্য তূণমূলের উদ্যোগে বিভিন্ন জায়গায় জনসভা করা হচ্ছে। দশ তারিখ ব্রিগেডে ঘাসফুল শিবির যে জনসভা করতে চলেছে, সেই সভা থেকেই একাধিক উল্লেখযোগ্য বার্তা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো। বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, একশ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা, সড়ক যোজনার টাকা সহ একাধিক জনকল্যান মূলক টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। নির্বাচনের আগে বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার ইস্যুকে সামনে রেখে ব্রিগেডে জনসভা করবে তৃণমূল।
লোকসভার আগে ব্রিগেডের জনসভার নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা। এই জনগর্জন সভার প্রচারের জন্য এবং জনগর্জন সভাকে সফল করর জন্য হুগলীর বাঁশবেড়িয়া শহর তৃণমূলের তরফে ত্রিবেণী শিবপুর বাস স্ট্যান্ডে প্রকাশ্য জন সভার আয়োজন করা হয়েছিল। জনসভায় অন্যান্য নেতানেতৃ, কর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। মঞ্চে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ভারতকে বাঁচাতে হলে, বাংলাকে বাঁচাতে হলে ঐক্য বদ্ধ ভাবে বিজেপি সরকারকে রুখতে হবে। রাজে সরকারকে আরও শক্তিশালী করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরও শক্ত করে ধরতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। তবেই বাংলা এবং ভারতকে মোদি সরকারের সরযন্ত্রের থেকে রক্ষা করা সম্ভব হবে। ৪২ শে ৪২ পেতে হবে। তাই কর্মী সমর্থক ছাড়াও আপামর জনসাধারণকে দশই মার্চ রবিবার সকাল ১১টায় ব্রিগেডের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিধায়ক অসিত মজুমদার।