আম্বেদকর সম্পর্কে অমিত শাহর মন্তব্যের জের,
প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদে শাসকদল।
নিউজ ডেস্ক, নিউজ দিগন্ত বার্তা: সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্তব্যের জেরে উত্তাল রাজ্য রাজনীতি। রাজ্যজুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। প্রতিবাদে সরগরম গলি থেকে রাজপথ। “আম্বেদকর আম্বেদকর এতবার কেউ ভগবানের নাম করলে নির্ঘাত স্বর্গে যেতো” গত সপ্তাহে নিজের এক্স হ্যান্ডেলে অমিত শাহর এই মন্তব্য নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে মুগ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যেই সংসদকে গণতন্ত্রের মন্দির বলা হয় ,সেই সংসদেই দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা অত্যন্ত বিরূপ তথা অবমাননাকর। এই মন্তব্য প্রমান করে যে, বিজেপি ঘৃনা এবং ধর্মান্ধতার রাজনীতি করে। যারা বাবা সাহেব আম্বেদকরের আদর্শে অনুপ্রাণিত এই মন্তব্য শুধু যে তাদের অপমান করেছে তা নয়, যারা ড্রাফটিং কমিটির সদস্য, তাদেরও অপমান। কারণ ভারতবর্ষে বিভিন্ন ধর্মের ও বিভিন্ন সংস্কৃতির মানুষ বসবাস করেন। সেই মন্তব্যের প্রতিবাদে মুখ্যমন্ত্রী সেই দিনই প্রতিবাদ কর্মসূচি পালন করার কথা ঘোষনা করেছিলেন।

মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই সোমবার রাজ্য জুড়ে ব্লকে ব্লকে ধিক্কার মিছিল সহ প্রতিবাদে সোচ্চার হলেন তৃণমূলের নেতা ও কর্মীগন। রাজ্যের সব জায়গার সাথে হুগলীর রিষড়া, শ্রীরামপুরেও এই কর্মসূচি পালন করা হয়। এদিন রিষড়া পৌরসভার সামনে থেকে পৌরপ্রধান বিজয় সাগর মিশ্রর নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বার হয়। এবং শেষ হয় রিষড়া সন্ধ্যা বাজারের সামনে বি আর আম্বেদকরের পাদদেশে। অপর একটি মিছিল দেখা যায় পৌরপ্রধান গিরিধারি সাহার নেতৃত্বে শ্রীরামপুর বটতলা বিপিন বিহারী কোয়ার্টারের সামনে থেকে শুরু হয়, শেষ হয় মল্লিকপাড়া নেতাজী মোড়ে।

আম্বেদকর বিতর্ক, সোমবার রাজ্যজুড়ে পথে তৃণমূল। সংবিধান দিবস নিয়ে সংসদের আলোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান প্রণেতা বিআর আম্বেদকর প্রসঙ্গে বিরূপ তথা অবমাননাকর মন্তব্য করেছেন। শাহের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ কর্মসূচি পালনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো রাজ্য জুড়ে ব্লকে ব্লকে ধিক্কার মিছিল-সহ প্রতিবাদে সোচ্চার হলেন তৃণমূলের নেতা-কর্মীরা।

গত সপ্তাহের মঙ্গলবার সংবিধানের ৭৫ বছরের বর্ষপূর্তি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন,’ ফ্যাশন তৈরি হয়েছে। এখন একটা আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর…। এতবার ভগবানের নাম নিলে স্বর্গ পেয়ে যেত।’ আর আম্বেদকর নিয়ে এই বক্তব্যের পরেই সরব হয়েছেন বিরোধীরা। সংসদে বিক্ষোভ দেখিয়েছেন বিরোধীরা। সেইসময় তৃণমূল কংগ্রেসের সাংসদরা লোকসভায় আম্বেদকর ইস্যুতে ওয়াকআউট করেন। এই আবহে আম্বেদকর ইস্যুতে এবার কলকাতার রাজপথে নামল শাসক দল তৃণমূল কংগ্রেস।