হুগলীতে প্রথম দিন নির্বাচনী প্রচারে রচনা ব্যানার্জী।
বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: “হুগলীতে প্রার্থী হয়ে আমি খুব গর্বিত” শনিবার আসন্ন লোকসভা নির্বাচনের প্রথম দিন প্রচারে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই মন্তব্য করলেন হুগলীর তৃণমূল কংগ্রেস প্রার্থী দিদি নাম্বার ওয়ান খ্যাত অভিনেত্রী রচনা ব্যানার্জী। এদিন তিনি প্রথম প্রচারে আসেন হুগলীতে। প্রথমে হুগলীর সিঙ্গুরে আসেন। এরপর চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁইন, ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, বাঁশবেড়িয়ার উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জী প্রমুখ।
রচনা ব্যানার্জী সংবাদ মাধ্যমকে জানান, মমতা ব্যানার্জী সিঙ্গুর আন্দোলন করেছিলেন। তিনিও সিঙ্গুর থেকেই ভোটের আন্দোলন শুরু করেছেন। মূখ্যমন্ত্রী তাকে যে আশা নিয়ে হুগলীর প্রার্থী করেছেন। তিনি সেই আশা পূরণ করবেন বলেও জানালেন। বহুদিনের সহকর্মী ও বান্ধবী ভারতীয় জনতা পার্টির লকেট চ্যাটার্জি গত লোকসভায় আশি হাজার ভোটে জিতেছিলেন। কিন্তু এবার একটাও ভোট পাবেনা। হুগলীর মানুষের এত ভালোবাসা পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। ভোটের ময়দানেও মানুষের ভালোবাসা পাবেন বলে আশা করছেন। হুগলীর মানুষ যদি তাকে ভোট দিয়ে এগিয়ে নিয়ে যায়, তিনিও হুগলীর মানুষের সাথে থেকে তাদের সুবিধা অসুবিধা দেখবেন। দিদি নং ওয়ান থেকে রাজনীতির মঞ্চে এসেছেন সাধারণ মানুষের জন্য কাজ করবেন বলে। হুগলীর মানুষের এই ভালোবাসা কাজের মধ্য দিয়ে পুরণ করতে চান বলেও জানালেন রচনা।