নিজস্ব সংবাদদাতা, বর্তমান: পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সবচেয়ে শক্তিশালী জেলা। এখানে বিরোধীরা বিশেষ দাঁত ফোটাতে পারে নি। সেই জেলার সংগঠন অটুট রাখতে আজ শুক্রবার অভিষেক Abhishek Banerjee মিটিংয়ে বসছেন। এই জেলার ভাল ফল যেন অতিরিক্ত আত্মবিশ্বাস তৈরি না করে, সেদিকে বারবার নজর দিতে বলা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি জায়গায় নেতাদের মধ্যে অশান্তি নজরে এসেছে। জেলায় গিয়ে আক্রান্ত হয়েছেন বিধায়ক মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীও। অভিযোগ উঠেছিল দলের ব্লক স্তরের নেতার বিরুদ্ধে।
বীরভূম লাগোয়া বেশ কয়েকটি বিধানসভা দেখতেন অনুব্রত মণ্ডল। সেই সব বিধানসভায় বিশেষ নজর থাকবে। এই সব বিষয় নিয়েই আজ পূর্ব বর্ধমান জেলার সঙ্গে মিটিং করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।