Monday, October 20, 2025
Ad

“১৫২ জন দাগিকে এডমিট দেওয়া হয়েছে” : শুভেন্দু অধিকারী

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: আজ শুরু হচ্ছে ৫ লক্ষের বেশি SSC পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারন। এবারের পরীক্ষাও কি বিতর্কের মধ্য দিয়ে তৈরী হতে চলেছে? বিরোধী দলনেতা তুলেছেন নতুন বিতর্ক। । তাঁর জোরাল দাবি, এবারও ১৫২ জন দাগি শিক্ষক-শিক্ষিকাকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। তাঁরাও পরীক্ষায় বসতে চলেছেন। তাঁদের নাম সামনে আনা হয়নি। গোটা পরীক্ষা পদ্ধতিকে প্রহসনের পরীক্ষা বলেও কটাক্ষ করতে ছাড়লেন না তিনি। শুভেন্দুর স্পষ্ট কথা এর ফল, অশ্বডিম্ব। আসানসোলে গিয়েছিলেন শুভেন্দু Subhendu Adhikari । সেখানেই উঠেছিল এসএসসি-র নতুন নিয়োগ প্রসঙ্গ। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে লাগাতার রাজ্য-প্রশাসনের বিরুদ্ধে তোপের পর তোপ দাগতে থাকেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “১৫২ জন দাগিকে অ্য়াডমিট দেওয়া হয়েছে। ১৯৫৮ জন শিক্ষক-শিক্ষিকা দাগি। ১৮০৬ জনের নাম ঘোষণা করেছে, আর ১৫২ জন্য দাগিকে পরীক্ষায় বসাচ্ছে। ক্রুটি যুক্ত পরীক্ষা হতে চলেছে। প্রশ্ন বিক্রি হয়েছে।”

এদিকে শনিবার আবার পরীক্ষার আগে সাংবাদিক বৈঠক করেন এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। সেখানেই তিনি জানিয়ে দেন এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৬৫ হাজার। ৭ তারিখ হচ্ছে নবম-দশমের পরীক্ষা। ১৪ তারিখ হবে একাদশ-দ্বাদশের পরীক্ষা। ৭ সেপ্টেম্বর পরীক্ষায় বসছেন ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন। ১৪ তারিখে পরীক্ষায় বসছেন ২ লক্ষ ৪৬ হাজার প্রার্থী। ৭ সেপ্টেম্বর গোটা রাজ্যে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৬৩৬।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article