আবার কি শুরু হলো বাংলাদেশে?
নিউজ ডেস্ক, নিউজ দিগন্ত বার্তা: আজ, ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করে পালিয়ে গিয়েছিলেন। তারপরেই সম্ভব হয় ইউনিউসের নেতৃত্বে নতুন সরকার গঠন। সেই সরকারই এখনও দেশ চালাচ্ছে। এদিকে, গত বছরের জুলাই আন্দোলনকে মনে রাখতেই বাংলাদেশে তৈরি করা হয়েছে জুলাই সনদপত্র বা ঘোষণাপত্র। ৫ অগস্ট তা ঢাকার জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। সেই জন্য চলছে তোড়জোড়। আর এই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র-যুবদের আনতে আট জোড়া ট্রেন ভাড়া করেছে অন্তরবর্তী সরকার। বাংলাদেশের রাজশাহী, রংপুর, ফরিদপুর, সিলেট থেকে লোকজন নিয়ে আসা হবে ঢাকায়। আর এর জন্য সরকারের কোষাগার থেকে খরচ হবে কম করে ৩০ লক্ষ টাকারও বেশি।মঙ্গলবার সকাল বা দুপুরের মধ্যে ১৬টি ট্রেনে করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-যুবদের আনা হবে ঢাকায়। রাজশাহী, রংপুর, ফরিদপুর, সিলেট, নারায়ণগঞ্জ সহ একাধিক জায়গা থেকে ট্রেনগুলি আসবে। অনুষ্ঠান শেষে তাদের আবার গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।
জানা গিয়েছে, এই ট্রেন ভাড়া করতে খরচ পড়বে প্রায় ৩০ লাখ ৪৬ হাজার টাকা। এই টাকা মেটানো হবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রক থেকে। রবিবারই জুলাই গণ-অভ্যুত্থান দফতর চিঠি দিয়ে জানায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রককে।