বাংলাদেশ-ভারতের নাগরিকদের জন্য ‘নতুন গোল্ডেন ভিসা’ চালু করল আমিরাত।
নিউজ ডেস্ক, নিউজ দিগন্ত বার্তা: রিয়েল স্টেট বা বাণিজ্যিক বিনিয়োগ ছাড়াই গোল্ডেন ভিসার মাধ্যমে আজীবন সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE) বাস করতে পারবেন ভারতীয়রা। এর জন্য ভারতীয় নাগরিকদের খরচ করতে হবে ভারতীয় মুদ্রায় ২৩ লক্ষ টাকা। পূর্বে এই টাকার অঙ্কটা ছিল ৪.৬৫ কোটি টাকা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, পাইলট প্রোজেক্ট হিসেবে সংযুক্ত আরব আমিরশাহীর সরকার ভারত ও বাংলাদেশের নাগরিকদের জন্য এই প্রকল্প চালু করছে। নয়া ভিসা নীতির দায়িত্ব সরকারের তরফে দেওয়া হয়েছে রায়দ গ্রুপ নামে স্থানীয় এক সংস্থাকে। সংস্থার প্রধান রায়দ কামাল আয়ুব জানান, এই প্রকল্প ভারতীয় নাগরিকদের এক সুবর্ণ সুযোগ হতে চলেছে।এই প্রকল্পের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টিও যথেষ্ট গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। রায়দ জানান, “কেউ গোল্ডেন ভিসার জন্য আবেদন জানালে প্রথমেই খতিয়ে দেখা হবে সেই ব্যক্তির ক্রাইম রেকর্ড। অর্থ পাচারের জন্য এই ধরনের বিনিয়োগ করা হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখব আমরা। পাশাপাশি তাঁর সোশাল মিডিয়াও বিস্তারিতভাবে খতিয়ে দেখা হবে। যোগ্য বলে মনে হলে তবেই গোল্ডেন ভিসার অনুমোদন দেওয়া হবে।”উল্লেখ্য, পূর্বে আরব আমিরশাহী সরকারের নীতি ছিল কেউ যদি এই দেশে আজীবন থাকার জন্য গোল্ডেন ভিসা চান সেক্ষেত্রে ২০ লক্ষ দিরহাম অর্থাৎ ৪.৬৬ কোটি টাকার ব্যবসায়িক বিনিয়োগ করতে হত। সেই নিয়মের পরিবর্তে এখন দিতে হবে মাত্র এক লক্ষ দিরহাম বা ২৩.৩ লক্ষ টাকা।