নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: গত কয়েক মাস ধরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন শুল্কনীতির আমূল পরিবর্তন করেছেন। তাঁর আক্রমনের মূল কেন্দ্র ছিল ভারত। বার বার করে ভারতের উপর ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। এবার হয়তো তাঁর বোধদয় হয়েছে। মোদীকে ভাল বন্ধু বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে চিনের কাছে ভারত-রাশিয়াকে হারিয়ে ফেলার আক্ষেপ, অন্যদিকে মোদীর সঙ্গে বন্ধুত্বের স্মৃতিচারণ, ট্রাম্পের বন্ধুত্বের বার্তায় প্রত্যুত্তর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বললেন, ট্রাম্পের অনুভূতির প্রশংসা করছেন এবং তার সম্পূর্ণ প্রতিদান দেবেন। রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপানোর পর দুই দেশের সম্পর্কে চিড় ধরে। সম্প্রতিই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিটে যোগ দিতে চিনের তিয়ানজিনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চিনের প্রেসিডেন্ট শিং জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর ছবি দেখার পর মার্কিন প্রেসিডেন্ট নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, “মনে হচ্ছে ভারত ও রাশিয়াকে অন্ধকারতম চিনের কাছে হারিয়ে ফেললাম।”শুক্রবার, ৫ সেপ্টেম্বর হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “নরেন্দ্র মোদী আমার বিশেষ বন্ধু। সবসময় বিশেষ থাকবেন। আমি তাঁকে খুব পছন্দ করি।" ট্রাম্পের কাছ থেকে এই বার্তা পেয়ে জবাব দেন প্রধানমন্ত্রী মোদীও। তিনি ট্রাম্পের পোস্ট রি-পোস্ট করে ক্যাপশনে লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অনুভূতি এবং আমাদের সম্পর্ক নিয়ে ওঁর ইতিবাচক বক্তব্যের প্রশংসা করছি। ভারত ও আমেরিকার ইতিবাচক ও বৈশ্বিক কৌশলী অংশীদারিত্বের সম্পর্ক রয়েছে। আমরা এর সম্পূর্ণ প্রতিদান দেব।