বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র রাষ্ট্র কার দখলে?
বাবলু হাসান লস্কর, দ: ২৪ পরগনা: কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসছে? বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র রাষ্ট্রে। কেবা প্রতিনিধিত্ব করবেন? তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। প্রতিটি রাজনৈতিক দলের কাছে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই।
৫৪৩ আসন বিশিষ্ট ভারতবর্ষের লোকসভা নির্বাচন। মঙ্গলবার সকাল থেকে ভোটের ফলাফল জানা যাবে। কোন দল ক্ষমতায় আসছে, কারা এগিয়ে ও পিছিয়ে, ছন্দপতন ঘটছে কিনা।
ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোন রাজনৈতিক দলের হবে তা কেবলমাত্র কয়েক ঘন্টা সময়ের ব্যবধানে পরিষ্কার হয়ে যাবে। ভারতবর্ষের মসনদে কে বসছেন তা নিয়ে চুলচেরা হিসেব নিকাশ শুরু আজ সকাল আটটার পর থেকেই। একাধিক রাজনৈতিক দল বিগত তিন মাস যাবত দলীয় প্রার্থীর হয়ে প্রচার প্রসার সেরেছেন।
বিশ্বের বৃহত্তম গণতন্ত্র রাষ্ট্র এই ভারতবর্ষ যার সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন। ভারতবর্ষের লোকসভা নির্বাচনের মোট আসন সংখ্যা ৫৪৩।
উত্তর প্রদেশ ৮০টি
মহারাষ্ট্র ৪৮টি
পশ্চিমবঙ্গ ৪২টি
বিহার ৪০টি
তামিলনাড়ু ৩৯টি
মধ্যপ্রদেশ ২৯টি
কর্ণাটক ২৮টি
গুজরাট ২৬টি
অন্ধ্রপ্রদেশ ২৫টি
রাজস্থান ২৫টি
উড়িষ্যা ২১টি
কেরল ২০টি
তেলেঙ্গানা ১৭টি
আসাম ১৪টি
পাঞ্জাব ১৩টি
ছত্রিশগড়ে ১১টি
হিমাচল প্রদেশ ৪টি
হরিয়ানা ১০টি
সিকিম ২টি
মেঘালয় ২টি
মিজোরাম ১টি
মনিপুর ২টি
অরুণাচল ২টি
উত্তরা খন্ড ৫টি
গোয়া ৩টি
ত্রিপুরা ২টি
নাগাল্যান্ড ১টি
মনিপুর ২টি
ঝাড়খন্ড ১৪টি
ভারতবর্ষে ইন্ডিয়া জোট ক্ষমতা আসতে পারে কিংবা এনডিএ। কে ভারতের মসনদে বসবে তাকিয়ে ভারতবাসী।