Monday, October 20, 2025
Ad

চিকিৎসকদের কর্ম বিরতির জের, প্রাণ গেল কোন্নগরের যুবকের।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: আর জি করে চিকিৎসকদের কর্ম বিরতির জেরে প্রাণ গেল হুগলীর কোন্নগরের এক যুবকের। মৃত যুবকের নাম বিক্রম ভট্টাচার্য্য । বয়স ২২ বছর। বিক্রম পেশায় গাড়ি চালক। মা এবং দিদিমার সাথে দ্বারিক জঙ্গল রোডের ভাড়া বাড়িতে থাকত। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কোন্নগরের বেঙ্গল ফাইন মোড় সংলগ্ন রাজীব গান্ধী রোডে একটি ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম হয় বিক্রম। তার দুটো পা একেবারে গুড়িয়ে যায়। তাকে তড়িঘড়ি উদ্ধার করে শ্রীরামপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব‍্যরত চিকিৎসক বিক্রমকে আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করে। বিনা চিকিৎসায় সেখানেই তিন ঘন্টা পর তার মৃত‍্যু হয়।

বিক্রমের পরিবারের দাবি, আর জি করে বিক্রমকে ভর্তিই নেওয়া হয় নি। বারবার বলার পরেও সেখানকার নার্সরা জানায় অন‍্য হাসপাতালে নিয়ে যেতে। জানা গেছে অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলেই বিক্রমের মৃত‍্যু হয়। মৃত বিক্রমের মা কবিতা জানিয়েছেন, সঠিক চিকিৎসা হলে ছেলেটা বেঁচে যেত। কর্ম বিরতি হোক, অভয়া বিচার পাক। কিন্তু যারা বাঁচার জন‍্য হাসপাতালে আসছে তাদের পরিসেবা দেওয়া হোক।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article