Saturday, August 30, 2025
Ad

ব্রেন স্ট্রোকের আগে কয়েকটি সংকেত আগে থেকেই জেনে রাখা ভালো।

Must read

ব্রেন স্ট্রোকের যেকোনো লক্ষণ দেখা গেলে, দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। 

নিউজ দিগন্ত বার্তা: ব্রেন স্ট্রোক একই মুহূর্তে সম্পূর্ণ ভাবে জীবন বদলে দিতে পারে ৷ তবে একটি আশার কথা হল ব্রেন স্ট্রোক হওয়ার আগেই সঙ্কেত দিতে থাকে ৷ সময় থাকতে থাকতে সতর্ক না হলে বড়সড় বিপত্তি হতে পারে ৷ এবার জেনে নেওয়া যাক ঠিক কী কী সঙ্কেত ভয়ঙ্কর দেখা দিতে হবে ৷ অনেক সময়েই লক্ষ্য করা যায় স্ট্রোক হওয়ার আগে হাত, পা-এ হঠাৎ করেই দুর্বলতা হতে পারে ৷ হাঁটাচলা করার সময়ে দুর্বলতা লক্ষ্য করা যায় এড়িয়ে গেলেই সমস্যা।

কথাবার্তার ক্ষেত্রে সমস্যা হতে পারে ৷ ঠিক করে কথা বলার মত ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে, কথা জড়িয়ে যায় বা আটকেও যায় ৷ ব্রেনে রক্ত সংবহণ করার ক্ষেত্রে সমস্যা হতে পারে ৷ এই সমস্যা এড়িয়ে গেলে প্রচন্ড চাপ বাড়তে পারে। হঠাৎ কোনও কারণেই মাথা যন্ত্রণা হলে যেন বারেবারে মনে হয়ে থাকে সংজ্ঞা বা জ্ঞান হারিয়ে যেতে পারে, ব্রেন স্ট্রোকের ইঙ্গিত হতে পারে ৷ তবে এর সঙ্গে অন্য লক্ষণও দেখা দিতে পারে ৷ স্ট্রোকের প্রভাব চোখের উপরেও পড়ে থাকে, দুই চোখেই ঘোলাটে ভাব লক্ষ্য করা যায় ৷ অন্ধকার অন্ধকার ভাব চোখকে ঘিরে ধরে ৷ ঘোলাটে ভাব লক্ষ্য করা যায়। এই সব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article