Saturday, August 30, 2025
Ad

গাজীপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রক্তদান উৎসব।

Must read

মহিলা রক্ত দাতাদের হিড়িক রক্তদান শিবিরে।

সাকিফ হোসেন, কুলপি: দক্ষিণ ২৪ পরগনার কুলপি ব্লকের গাজীপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। কোরোনা মহামারীর সময় থেকে যে রক্ত সংকট তৈরি হয়েছিল, সেই রক্ত সংকট কে কিছুটা কমানোর জন্যই এই রক্তদান শিবিরের আয়োজন। এই শিবিরে প্রায় তিনশ এর বেশি মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। মঙ্গলবার গাজীপুর গ্রাম পঞ্চায়েতের সামনে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন, কুলপি ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি আব্দুর রহিম মোল্লা, কুলপি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুপ্রিয় হালদার, কুলপি ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সামসুর আলম মীর, জেলা পরিষদ সদস্য মহিলা নেত্রী পূর্ণিমা হাজারি নস্কর, প্রাক্তন অধ্যক্ষ আবদুল্লা জমাদার হাসান এবং পঞ্চায়েত প্রধান, উপ-প্রধান সহ গ্রাম পঞ্চায়েতের সদস্য গণ। এদিন রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন। প্রত্যেক রক্তদাতা যারা রক্ত দিয়েছিলেন সবার জন্য গাজীপুর গ্রাম পঞ্চায়েতের তরফে তাদের উৎসাহিত করতে খাবার ও উপহার তুলে দেওয়া হয়। এবং রক্ত-দাতাদের হাতে গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জানান উপস্থিত অতিথিরা। পঞ্চায়েত প্রধান শাহানুর বিবি মোল্লা জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে রক্তদান শিবির করতে তাদের একটু দেরি হয়েছে। নইলে আরো আগে এই রক্তদান শিবিরের আয়োজন করার ইচ্ছা ছিল তাদের।

কুলপি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধক্ষ্য তথা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুপ্রিয় হালদার বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই অঞ্চলে একটা সময় পালস পোলিও খাওয়াতে এসে সমস্যায় পড়তে হতো স্বেচ্ছাসেবীদের। এই রক্তদান শিবিরে মানুষের যে উচ্ছ্বাস দেখছি, তাতে মনে হয় এখন অনেক বেশি স্বাস্থ্য সচেতন হয়েছে এলাকার মানুষ। গ্রাম পঞ্চায়েত কে বেশি বেশি করে সামাজিক কাজে এগিয়ে আসার পরামর্শ দেয় সুপ্রিয় হালদার।

জেলা মহিলা নেত্রী পূর্ণিমা হাজারী নস্কর জানান, রক্তদান করতে মানুষের লাইন শয়ে শয়ে। রক্তদান, যেন উৎসবে পরিণত হয়েছে। মহিলা রক্ত দাতাদের উপস্থিতি তাঁর নজর কাড়ে। তিনি উৎসাহিত করেন মহিলা রক্তদাতা দের। গাজীপুর গ্রাম পঞ্চায়েতের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানান।

মঙ্গলবার সকাল ১০ট থেকে গ্রীষ্মকালে রক্তের সংকট এবং থ্যালাসেমিয়া ও মূমুর্ষ রোগীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে পঞ্চায়েতের ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। প্রায় তিনশোরও বেশি মানুষ রক্ত দান করলেন। সবাই জানে গ্রীষ্মকালীন রক্তের সংকট দেখা যায় এবং সমস্ত ব্লাড ব্যাংকে রক্তের অভাবে থ্যালাসেমিয়া ও মূমুর্ষ রোগীর পরিজনরা রক্তের জন্য হাহাকার করেন। রক্ত দিলে তবে হয়তো তাদের প্রাণ ফিরে পাবে নতুবা মৃত্যুর মুখে পতিত হবে। তাই আজ কোলকাতার ওম ব্লাড ব্যাংকের সহযোগিতায় এক বিশাল রক্তদান শিবিরের আয়োজন গাজীপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে। দূরদূরান্ত থেকে আগত মানুষরা এসে স্বতঃস্ফূর্ত রক্তদান করেছেন বলে জানান উদ্যোক্তরা। তবে এই শিবিরে মহিলা রক্তদাতা ছিল অনেক বেশি।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article