Saturday, August 30, 2025
Ad

গর্ভপাতের সময় অতিরিক্ত রক্তক্ষরণের জেরে এক মহিলার মৃ*ত্যু, গ্রেফতার চিকিৎসক।

Must read

গর্ভপাতের সময় অতিরিক্ত রক্তক্ষরণের জেরে এক মহিলার মৃত্যু। গ্রেফতার শ্যামনগরে এক চিকিৎসক, জানা যাচ্ছে চিকিৎসকের কোন ডাক্তারি ডিগ্রী নেই।

নিজস্ব সংবাদদাতা, নদীয়া: নদীয়ার বাসিন্দা বছর ২৬ এর নিবেদিতা বৈদ্য। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরেই নদীয়া জেলাতেই নিজের বাপের বাড়িতেই থাকতেন। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তারপর এই সম্পর্ক গভীর হলে তিনি বুঝতে পারেন তিনি গর্ভবতী, বিষয়টি জানাজানি হওয়ার আগেই গোপনে তিনি উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের চিকিৎসক শিবেন সরকার এর সাথে যোগাযোগ করেন। চিকিৎসক তাকে গর্ভপাতের আশ্বস্ত করলে তিনি শনিবার দুপুরের পরে চিকিৎসকের ওই চেম্বারে এসে পৌঁছন। তারপরেই জানা যায়, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তিনি অচৈতন্য হয়ে পড়েন। সেখান থেকে তাকে উদ্ধার করে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই ঘটনার পরেই জগদ্দল থানার পুলিশ গ্রেফতার করে চিকিৎসক শিবেন সরকারকে।
রবিবার তাকে ব্যারাকপুর আদালতে তুলতে বিচারপতি তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article