Sunday, April 20, 2025
Ad

সুন্দরবন প্রেস ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির ও চারা বিতরণ।

Must read

“তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ” Blood Donation Camp 

নিজস্ব সংবাদদাতা, জয়নগর: দু ফোঁটা রক্তে প্রাণে বাঁচে একটি জীবনের। তাই রক্তদান অমূল্য। আর থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের রক্তের যোগান বজায় রাখতে এগিয়ে এলো এবার সুন্দরবনের একটি সাংবাদিক সংগঠন। সংবাদ সংগ্রহের পাশাপাশি নাগরিক কর্তব্য পালনে তাই ফুটিগোদা সাগ্নিক গোষ্ঠীর সঙ্গে যৌথ হিসাবে রক্তদান শিবির পরিচালনা করলো সুন্দরবন প্রেস ক্লাব। রবিবার শ্রাবণের মুষল ধারাকে দূরে ঠেলে জয়নগর বন্ধু সংঘের লাইব্রেরীতে এই রক্তদান শিবিরে শতাধিক রক্তদাতা উপস্থিত হয়ে তাদের মূল্যবান রক্তদান করে গেলেন। এদিন প্রত্যেক রক্তদাতাদের হাতে আম্রপালি জাতের আম গাছের চারা তুলে দেওয়া হয়। এদিনের এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার, ভাইস চেয়ারম্যান রথীন কুমার মন্ডল, স্থানীয় কাউন্সিলার রাখী ভট্টাচার্য, নিমপীঠ শ্রী রামকৃষ্ণ আশ্রমের কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিশেষজ্ঞ সোমনাথ সরকার, বিশিষ্ট সমাজসেবী দীননাথ ঘোষ সহ আরো অনেকে।

এদিন একটি বেসরকারি ব্লাড ব্যাংকের সহায়তায় এই রক্তদান শিবির টি অনুষ্ঠিত হয়। জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার বলেন, রক্তদানের মতন মহান কাজ আর হয় না। সাংবাদিকদের উদ্যোগে এই ধরনের শিবির প্রশংসনীয়। ভাইস চেয়ারম্যান রথীন কুমার মন্ডল বলেন, সুন্দরবনের সাংবাদিকদের এই উদ্যোগে আমরা পাশে আছি। সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের সংগঠনের তরফে স্বাস্থ্য শিবির, রক্তদান শিবির সহ একাধিক সমাজ কল্যান মূলক কর্মসূচি নেওয়া হয়। আগামীদিনে ও এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে। সাধারণ মানুষের পাশে থেকে আমরা এই ধরনের কাজ আরও করবো আগামীদিনে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায়।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article