Monday, September 1, 2025
Ad

দিন দিন বেড়েই চলেছে ‘অ্যাপেনডিক্স ক্যানসার'(appendix cancer)।

Must read

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: ‘অ্যাপেনডিক্স ক্যানসার’ (appendix cancer)শব্দটা বেশ নতুন। কিন্তু ক্যান্সার শব্দটা বহুল প্রচলিত। তবে ইদানিং ক্যান্সার বেড়েই চলেছে। সঙ্গে যুক্ত হয়েছে ‘অ্যাপেনডিক্স ক্যানসার’। বৃহদান্তের সঙ্গে সংযুক্ত একটা ছোট্ট থলি হল অ্যাপেনডিক্স। গত কয়েক বছরে ভীষণ ভাবে বেড়েছে এই অ্যাপেনডিক্স ক্যানসার বা অ্যাপেনডিসিয়াল ক্যানসার। যখন অ্যাপেন্ডিক্সে অস্বাভাবিক হারে অ্যাবনর্মাল কোষ বৃদ্ধি পায়, তখন টিউমর তৈরি হয়। এই টিউমর বিনাইন হতে পারে, ম্যালিগন্যান্টও হতে পারে। ম্যালিগন্যান্ট টিউমর পেটের ভিতর বা অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে। অ্যাপেন্ডিক্স ক্যানসারের হার বাড়ছে। এর মূল কারণ হল, দেরিতে ধরা পড়ছে। মানুষে ধরতে পারে না এটি অ্যাপেনডিক্স ক্যানসার নাকি পেটের সমস্যা! কারণ অ্যাপেনডিক্স ক্যানসারের উপসর্গগুলো অনেকটাই সাধারণ পেটের অসুখের মতো। আর এই একটা ভুলেই সর্বনাশ হচ্ছে!

যত ক্ষণে বুঝতে পারেন, ততক্ষণে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। কাজেই শুরু থেকে সচেতন হন। কোন কোন উপসর্গ অ্যাপেনডিক্স ক্যানসারের (appendix cancer)জানান দেয়?

এই ক্যান্সারের (appendix cancer) লক্ষণগুলি হলো

  • পেট ফুলে যাওয়া ও পেট ফেঁপে যাওয়া।
  • পেটে জল জমে যাওয়া।
  • কোমরের মাপ বেড়ে যাওয়া, অথচ ওজন না বাড়া।
  • লাগাতার পেটে বা পেলভিকে ব্যথা।
  • বমি ও বমিবমি ভাব, মলত্যাগের অভ্যাসে পরিবর্তন, কম খেয়েও পেট ভর্তি লাগা।
    এই এক বা একাধিক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article