Friday, August 29, 2025
Ad

Widespread alcohol sales কৌশিকী অমাবস্যায় রেকর্ড মদের বিক্রি, তারাপীঠে আয় ৪ কোটি ৪৪ লক্ষ টাকা।

Must read

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: কৌশিকী অমাবস্যা মানেই ভক্তদের ঢল, মেলা-উৎসবের আবহ এবং ব্যবসার ভিড়। প্রতিবছরের মতো এবছরও সেই চিত্র ধরা পড়ল বীরভূমের তারাপীঠে। তবে এবারের অমাবস্যা আয়-ব্যবসার দিক থেকে নতুন নজির গড়ল। কৌশিকী অমাবস্যার দিনে তারাপীঠে মদের বিক্রি হয়েছে প্রায় ৪ কোটি ৪৪ লক্ষ টাকা। যা গতবছরের তুলনায় প্রায় ৬০ লক্ষ টাকা বেশি। সাধারণ দিনে মদের দোকানগুলিতে কিছুটা বিক্রি হলেও কৌশিকী অমাবস্যার সময়ে তা বহুগুণে বেড়ে যায়। এবছরের কৌশিকী অমাবস্যায় ভক্তদের আনাগোনা এতটাই বেশি ছিল যে, তার সরাসরি প্রভাব পড়েছে মদের বিক্রিতেও। কৌশিকী অমাবস্যা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ভিড় জমিয়েছিলেন তারাপীঠে। মন্দিরপ্রাঙ্গণ ছাড়াও আশপাশের এলাকায় ছিল উপচে পড়া মানুষের ভিড়। ভক্তদের সেই ভিড়ই ব্যবসায়ীদের মুখে হাসি ফোটায়।

মদের দোকানে উপচে পড়া ভিড়।

প্রসাদ, ফুল, সামগ্রী থেকে শুরু করে খাবারের দোকান ও মদের দোকান সব কিছুতেই ছিল রেকর্ড বিক্রি। এবার ভিড় গতবছরের তুলনায় অনেক বেশি ছিল। পর্যটক ও ভক্তরা আগেই তারাপীঠে আসতে শুরু করেছিলেন। ফলে শুধু কৌশিকী অমাবস্যার দিন নয়, তার আগে-পরে মিলিয়েই মদ বিক্রি অনেকটা বেড়েছে। তবে মূল রেকর্ড গড়েছে কৌশিকী অমাবস্যার দিনটিতেই।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article